শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২০:৪৫, ১৮ ডিসেম্বর ২০২৪
আন্তর্জাতিক মুদ্রা তহবিল(আইএমএফ) জানিয়েছে, বর্তামানে বাংলাদেশের গড় মূল্যস্ফীতি ১১ শতাংশের কাছাকাছি।
বুধবার (১৮ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।
এতে উল্লেখ করা হয়, বাংলাদেশের অর্থনীতি এখন চাপে রয়েছে। তবে, গণ-অভ্যুত্থান, বন্যা ও সংকোচনমূলক নীতি গ্রহণের কারণে বছর শেষে প্রবৃদ্ধি হতে পারে ৩ দশমিক ৮ শতাংশ।
বাংলাদেশের গড় মূল্যস্ফীতি ১১ শতাংশের কাছাকাছি উল্লেখ করে সংস্থাটি আরও জানায়, সঠিক নীতি গ্রহণ করা হলে ২০২৬ সালে প্রবৃদ্ধি হবে ৬ দশমিক ৭ শতাংশ।
এছাড়া ঋণের চতুর্থ কিস্তি ছাড় ও বর্ধিত ঋণ দেয়ার বিষয়ে বোর্ড সভায় সিদ্ধান্ত নেয়া হবে বলেও জানিয়েছে আইএমএফ।
এর আগে বিকেলে অর্থ উপদেষ্টা ড. সালোউদ্দিন আহমেদের সঙ্গে বৈঠক করে আইএমএফ প্রতিনিধি দল।