ঢাকা, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫

২৯ ফাল্গুন ১৪৩১, ১৪ রমজান ১৪৪৬

হোয়াটসঅ্যাপের নতুন নিয়ম, না মানলে মামলা

তথ্য-প্রযুক্তি ডেস্ক

প্রকাশ: ১৭:২৮, ৭ নভেম্বর ২০২৪

হোয়াটসঅ্যাপের নতুন নিয়ম, না মানলে মামলা

সাইবার নিরাপওা ও প্রতারনা রুখতে অভিনব নিয়ম অবলম্বন করেছে হোয়াটসঅ্যাপ। অ্যাপটির স্বচ্ছতা, গুজব প্রতিরোধ ও ক্ষতিকারক কনটেন্টের বিরুদ্ধে সরাসরি অভিযোগ জানানোর সুযোগ রাখছে তারা।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, বিশ্বের অন্যান্য দেশের মানুষদের মত অ্যাপটি  ব্যবহার করছে  লাখ লাখ ভারতীয়। ব্যবহারকারীদের সংখ্যা অনেক হওয়ায় হ্যাকাররা তাদের  টার্গেট করছে। ফলে নতুন এই নিয়ম চালু করে অ্যাপটি। সম্প্রতি নিয়মের তোয়াক্কা না করায় ভারতের প্রায় ৮৫ লাখ অ্যাকাউন্ট অক্টোবর মাসে বন্ধ করে দিয়েছে প্রতিষ্ঠানটি।

গত আগস্ট মাসেও প্রায় স্প্যাম বা অটোমেটেড বার্তা পাঠানোয় ৮৪ লাখ অ্যাকাউন্ট বন্ধ করেছে হোয়াটসঅ্যাপ। মেটার সাম্প্রতিক ট্রান্সপারেন্সি রিপোর্টের তথ্যের ভিত্তিতে এমনটা জানা যায়। রিপোর্টে বলা হয়েছে, এই নিষেধাজ্ঞা মূলত হোয়াটসঅ্যাপের প্রো-অ্যাকটিভ ডিটেকশন মেকানিজমের মাধ্যমে হয়েছে। তথ্য প্রযুক্তি নিয়ম ২০২১-এর ধারা ৪(১)(ডি) এবং ধারা ৩এ(৭) মেনে জড়িত অ্যাকাউন্টগুলোর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে।

বিগত সেপ্টেম্বর মাসে মোট ৮ হাজার ১৬১টি অভিযোগ জমা পড়ায় তার ৯৭টি মামলার বিরুদ্ধে সরাসরি ব্যবস্থা গ্রহন করা হয়। সেপ্টেম্বরের মাসিক কমপ্লায়েন্স রিপোর্টে ২০২১ সালের তথ্যপ্রযুক্তি আইনের অধীনে এই তথ্য প্রকাশ করেছে কোম্পানিটি।

আরও পড়ুন