ঢাকা, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫

২৯ ফাল্গুন ১৪৩১, ১৪ রমজান ১৪৪৬

গুগল দিচ্ছে নতুন সুবিধা 

তথ্য-প্রযুক্তি ডেস্ক

প্রকাশ: ১৮:৫৬, ৮ নভেম্বর ২০২৪

গুগল দিচ্ছে নতুন সুবিধা 

গ্রাহকদের জন্য সেবা প্রদানের লক্ষ্যে ‘কনটিনিউ প্লেয়িং’ নামের নতুন একটি বিভাগ চালু করার উদ্যোগ নিয়েছে গুগল। এটিতে ক্লিক করলে প্লে স্টোর থেকে স্মার্টফোন, ট্যাব ও কম্পিউটারে নামানো গেমগুলোর খেলার বিষয়ে সর্বশেষ আপডেট পাওয়া যাবে।

নতুন গেম নামিয়ে থাকলেও পরবর্তীতে সেটি খেলতে ভুলে গেলেও কোন অসুবিধা হবে না। এ জট খুলতেই গুগলে এটি চালুর প্রক্রিয়া শুরু। এর ফলে নিজের পছন্দমত গেম নির্বাচনের সুযোগ থাকবে। সুবিধাটি প্রাথমিকভাবে নিতে পারবেন গুগল প্লে স্টোরের ৪৩.৪.২৩-৩১ সংস্করণ ব্যবহারকারীরা।

গুগলের তথ্যমতে, এ বিভাগের মাধ্যমে ব্যবহারকারীর ফোন বা ট্যাবলেট কম্পিউটারে থাকা সব গেমের তালিকা ও নামানোর তারিখ দেখা যাবে। ‘প্লে’বাটনের সুবিধা থাকার পাশাপাশি এটিতে ট্যাপ করে প্লে স্টোর থেকেই গেমটি চালু করা যাবে। সঙ্গে ‘ডাউনলোড ম্যানেজার’ নামে আরও একটি বিভাগ চালু করার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। 
 

আরও পড়ুন