ঢাকা, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫

২৯ ফাল্গুন ১৪৩১, ১৪ রমজান ১৪৪৬

সিটি আইটি মেগা ফেয়ার ২০২৪ শুরু

তথ্য-প্রযুক্তি ডেস্ক

প্রকাশ: ১৮:৩৪, ১১ নভেম্বর ২০২৪

সিটি আইটি মেগা ফেয়ার ২০২৪ শুরু

২৫ বছর পূর্তি উদযাপন করছে বিসিএস কম্পিউটার সিটি । সেই উপলক্ষ্যে ঢাকার আইডিবি ভবনে ৬ দিন ব্যাপি ‘সিটি আইটি মেগা ফেয়ার ২০২৪’ আয়োজন করা হয়েছে। আজ সোমবার (১১ নভেম্বর) বেলা ১১টায় আইডিবি মার্কেটের নিচতলায় এই মেলার উদ্বোধন করা হয় । আগামী ১৬ নভেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত বিনা মূল্যে মেলায় দর্শনার্থীদের আসার সুযোগ থাকবে। 

দেশ-বিদেশের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যাণ্ডের পাশাপাশি রয়েছে মূল্য ছাড়, আকর্ষণীয় অফার, বিভিন্ন  প্রতিযোগিতা ও চাকরির সুযোগ। এখানে গেমিং প্রতিযোগিতাসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন রয়েছে। শুক্রবার অনুষ্ঠিত হবে চিত্রাঙ্কন প্রতিযোগিতা।
উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ডেফোডিল গ্রুপের চেয়ারম্যান ড. সবুর খান, রায়ান্স আইটি ব্যবস্থাপনা পরিচালক আহমেদ হাসান, স্মাট টেকনোলজিস (বিডি) লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মো. জহিরুল ইসলাম, মোহাম্মাদ জসীম উদ্দীন খোন্দকার, পরিচালক, গ্লোবাল ব্রাণ্ড পিএলসি এবং সরোয়ার মাহমুদ খান, ম্যানেজিং পার্টনার হিসেবে আছেন ইউনাইটেড কম্পিউটার সেন্টার।

এ বিষয়ে বিসিএস কম্পিউটার সিটির মানেজমেন্ট কমিটির সভাপতি এ. এল. মজহার ইমাম চৌধুরী (পিনু চৌধুরী) বলেন, “২৫ বছর বর্ষপূর্তি উপলক্ষে সম্মানিত ক্রেতাগণদের জন্য কেনাকেটা করলেই ছাড় ও নিশ্চিত উপহারের ব্যবস্থা করা হয়েছে। ২৫ বছরের পথ চলায় আপনারা যারা অবগত নন তাদের জানাতে চাই, আইডবি মার্কেটে কোনো নকল প্রযুক্তি পণ্য বিক্রি হয় না, বিধায় কোন ক্রেতা আমাদের মার্কেট থেকে পণ্য কিনে প্রতারিত হয় না। কাস্টমারের স্বার্থরক্ষার্থে একটি বিশেষ কমিটি আছে যারা ক্রেতাদের বিভিন্ন অসুবিধা দ্রুত নিষ্পত্তি করতে সব সময় কাজ করে যাচ্ছেন। এবারের মেলায় যারা স্পন্সর হিসেবে এগিয়ে এসেছেন  আসুস, এমএসআই, দাহুয়া, গিগাবাইট, এইচপি, হিকভিশন, লেনোভো এবং স্মাট টেকনোলজিস (বিডি) লিমিটেড তাদের সকলকে জানাই বিশেষ কৃতজ্ঞতা। এছাড়াও আমি ধন্যবাদ জানাতে চাই আইডিবি কর্তপক্ষ্যকে যাদের সহযোগিতায় আমরা এই মার্কেট অত্যন্ত নিয়মতান্ত্রিকভাবে পরিচালনা করতে পারছি।”

মেলা উদযাপন কমিটির আহ্বায়ক মো. মাহবুবুর রহমান বলেন, “এবারের মেলায় চাকরিপ্রার্থীদের জন্য আমরা সিভি বুথ রাখছি, যেখানে চাকরিপ্রত্যাশীরা তাদের সিভি জমা দিতে পারবেন। যার ফলে জাতীয় ও আন্তর্জাতিক প্রযুক্তি প্রতিষ্ঠানে চাকরি পাওয়ার সুযোগ তৈরি হবে। এ ব্যাপারে আমরা সহযোগিতা করব।”

গিগাবাইটের কান্ট্রি ম্যানেজার খাজা মোহাম্মদ আনাস খান জানান, ‘এবারের মেলাটি দেশের সর্ববৃহৎ আইসিটি ফেয়ার হিসেবে পরিচিত হবে। গিগাবাইটসহ বিভিন্ন বড় ব্র্যান্ড তাদের পণ্য নিয়ে উপস্থিত হয়েছে এবং বিশেষ ছাড় অফার করছে। তিনি গিগাবাইট স্টলে এসে ক্রেতাদের পুরস্কার জিতে নেওয়ার আহ্বান জানান।’

মেলায় আগত দর্শনার্থীদের জন্য  বিশেষ আকর্ষণ ক্যারিয়ার বুথ  ‘সিটি আইটি জব বুথ’। এখানে চাকুরী প্রত্যাশীরা পছন্দমত প্রতিষ্ঠানে বিায়োডাটা জমা দিতে পারবে।   
 

আরও পড়ুন