শিরোনাম
তথ্য-প্রযুক্তি ডেস্ক
প্রকাশ: ১৯:৪৯, ১৩ নভেম্বর ২০২৪ | আপডেট: ১৯:৫০, ১৩ নভেম্বর ২০২৪
মানব জাতির ভবিষ্যৎ এর কথা চিন্তা করে নতুন এক দিগন্তের সুচনা করতে যাচ্ছে ইলন মাস্ক। পুরো পৃথিবীতে স্টারলিংকের মাধ্যমে স্যাটেলাইটভিত্তিক নেটওয়ার্কিং এর মাধ্যমে ইন্টারনেট সেবা প্রদান করা হচ্ছে। এবার নতুন ‘মার্সলিংক’ নামে নতুন উদ্যোগটি স্যাটেলাইট নেটওয়ার্ক স্থাপনের মাধ্যমে মঙ্গল গ্রহ থেকে পৃথিবীতে সরাসরি যোগাযোগ ব্যবস্থার চালুর কথা জানিয়েছেন তিনি।
মূলত, গবেষণা থেকে শুরু করে গুরুত্বপূর্ণ ছবি যাবতীয় তথ্য বিনিময় মঙ্গল গ্রহ থেকে পৃথিবীতে সরাসরি ছবি দেখার সুযোগ হতে পারে। নিজের মালিকানাধীন এক্সে ইলন মাস্ক জানিয়েছেন, প্রাথমিকভাবে প্রথম পদক্ষেপ নেওয়া হয়েছে। পৃথিবী ও মঙ্গল গ্রহকে যুক্ত করতে প্রতি সেকেন্ডে পেটাবিটের বেশি গতির প্রয়োজন হবে। এক্ষেত্রে মার্সলিংকের স্যাটেলাইটগুলো ব্যবহার করবে উন্নত লেজার প্রযুক্তি।
পৃথিবী আর মঙ্গল গ্রহের দুরত্ব অনেক, তাই দুই গ্রহের মধ্যে যোগাযোগ প্রায় অসম্ভব বলা চলে। এসব সমস্যার ফলপ্রসূ সমাধানে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার (মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা) সহযোগিতায়, এই প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নিতে যাচ্ছেন তিনি।
উল্লেখ্য,২০৩০ সালের মধ্যে মঙ্গল গ্রহে মনুষ্য বসতি তৈরির পরিকল্পনা থেকে এই উদ্যোগ বলে জানান মার্কিন প্রযুক্তি উদ্যোক্তা।