ঢাকা, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫

২৯ ফাল্গুন ১৪৩১, ১৪ রমজান ১৪৪৬

স্ত্রীর জন্য গাড়ির নকশা করলেন জাকারবার্গ

তথ্য-প্রযুক্তি ডেস্ক

প্রকাশ: ১৬:৫১, ৯ অক্টোবর ২০২৪

স্ত্রীর জন্য গাড়ির নকশা করলেন জাকারবার্গ

স্ত্রীকে উপহার দেওয়ার জন্য নিজেই গাড়ির নকশা করেছেন মার্ক জাকারবার্গ। গাড়িটি তৈরি করেছে বিশ্বখ্যাত মোটারগাড়ি নির্মাতা পোরশে। পোরশের সেই গাড়ি স্ত্রী প্রিসিলা চ্যানকে উপহার দিয়েছেন মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ। সেই সঙ্গে নিজের জন্যও একটি পোরশে গাড়ি কিনেছেন মার্ক, তবে সেটির নকশা তার করা নয়। দুটি গাড়ি পেছনে রেখে ইনস্টাগ্রামে নিজেদের ছবিও প্রকাশ করেছেন মার্ক জাকারবার্গ

স্ত্রীর জন্য জাকারবার্গের নকশায় তৈরি করা গাড়িটির নাম পোরশে কেয়েন টার্বো জিটি মিনিভ্যান। শুধু মার্ক জাকারবার্গের জন্যই ওয়েস্ট কোস্ট কাস্টমস নামের একটি প্রতিষ্ঠানের সহায়তায় মিনিভ্যানটি তৈরি করেছে পোরশে। জাকারবার্গের নিজের জন্য কেনা গাড়িটির মডেল পোরশে ৯১১ জিটি৩। দুটি গাড়ির নকশা আলাদা হলেও রঙ একই।

ইনস্টাগ্রামে মার্ক জাকারবার্গ জানান, স্ত্রী প্রিসিলা একটি মিনিভ্যান চেয়েছিলেন। তাই এই ধরনের গাড়ির নকশা করে উপহার দিয়েছেন তিনি। পোরশে ওয়েস্ট কোস্ট কাস্টমকে ধন্যবাদও জানান মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক।

আরও পড়ুন