শিরোনাম
তথ্যপ্রযুক্তি ডেক্স
প্রকাশ: ১৯:১৩, ১২ অক্টোবর ২০২৪
এআই-এর বাজার ধরতে এবার প্রতিযোগীতায় নামছে মেটা। ফেসবুকের মালিকানা সংস্থা ঘোষণা করেছে, তারা একটি নতুন এআই মডেল তৈরি করছে, যার নাম মুভি জেন। এর মাধ্যমে আধুনিক, প্রায় বাস্তবোচিত ভিডিও ও অডিও ক্লিপ তৈরি করা যাবে। যেমন নির্দেশ দেওয়া হবে তার ভিত্তিতেই ভিডিও ও অডিও ক্লিপ তৈরি করবে ওই এআই মডেল। মেটার তরফে দাবি করা হয়েছে এই মডেল টেক্কা দেবে ওপেনএআই, ইলেভেনল্যাবস-কেও।
এরই মধ্যে মুভি জেনের নির্মিত বেশ কিছু ভিডিও সামনে আনা হয়েছে। বেশ কিছু প্রাণীর সাঁতার কাটার দৃশ্য রয়েছে তাতে। মানুষের আসল ছবি ব্যবহার করে বেশ কিছু ভিডিও রয়েছে সেই তালিকায়। মুভি জেন ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং সাউন্ড এফেক্টসও তৈরি করতে পারে। একটি ব্লগ পোস্টে মেটা জানিয়েছে কোনও ভিডিও এডিট করতেও সক্ষম তাদের এআই টুল। সেই ভাবে তৈরি ভিডিও সামনেও এনেছে তারা।
মেটা জানিয়েছে, মুভি জেনের তৈরি ভিডিও এখন ১৬ সেকেন্ডের হতে পারে। ৪৫ সেকেন্ডের অডিও ক্লিপও তৈরি করতে পারে।
সাম্প্রতিক কালে সিনেমা শিল্পে এআই-এর ব্যবহার নিয়ে কথা হচ্ছে। জেনারেটিভ এআই ভিডিও টেকনোলজি কী ভাবে গ্রহণ করা হবে তা নিয়ে আলোচনা চলছে হলিউডে। মাইক্রোসফট সমর্থিত ওপেন-এআই এই বছরের ফেব্রুয়ারিতে সামনে এনেছে তাদের প্রোডাক্ট সোরা। টেক্সট প্রম্পটের মাধ্যমেই ফিচার-ফিল্ম এর মতো ভিডিও তৈরি করতে সক্ষম ওই অ্যাপ। এই আবহেই মুভি জেন সামনে আনল মেটা।
তবে এখনই ওপেন ইউস বা সবার ব্যবহারের জন্য পাওয়া যাবে না এই সুবিধা। মেটার তরফ থেকে বলা হচ্ছে বিনোদন জগতের সঙ্গে যুক্ত ব্যক্তিদের এবং অন্য কনটেন্ট ক্রিয়েটরদের সঙ্গে কথা চলছে তারা কীভাবে এটা ব্যবহার করতে পারে সেটা নিয়ে।