ঢাকা, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫

২৮ ফাল্গুন ১৪৩১, ১৩ রমজান ১৪৪৬

সুন্দরী হানিয়ার বিয়ে হচ্ছে কবে

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ১৯:২৯, ২৯ ডিসেম্বর ২০২৪ | আপডেট: ১৬:০৩, ২৭ জানুয়ারি ২০২৫

সুন্দরী হানিয়ার বিয়ে হচ্ছে কবে

পাকিস্তানি তারকা অভিনেত্রী হানিয়া আমির

বাংলাদেশ ও ভারতের অনেক দর্শক বিশেষ করে তরুণ প্রজন্মের অনেকে পাকিস্তানি নাটক দেখেন কেবল পাকিস্তানি তারকা অভিনেত্রী হানিয়া আমিরের জন্য। অভিনয়ের পাশাপাশি তার ব্যক্তিজীবন নিয়েও ভক্তদের আগ্রহ যেন তুঙ্গে। পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির কণ্ঠশিল্পী হিসেবেও বেশ সমাদৃত।

‘কাভি মে কাভি তুম’ ধারাবাহিকে অভিনয় করে আলোচনায় থাকা অভিনেত্রী হানিয়া বর্তমানে কানাডায় অবস্থান করছেন। দেশটির টরন্টোতে ভক্তদের নিয়ে একটি অনুষ্ঠানে যোগ দেন তিনি। 

অনেক অনুরাগী তার বিয়ের ব্যাপারে সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত চর্চা করেন। সাম্প্রতিক সময়ে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে নিজের পেশাগত জীবনের পাশাপাশি ব্যক্তিজবিন নিয়েও কথা বলেন হানিয়া। 

এবার নিজের বিয়ে প্রসঙ্গ নিয়ে এক অনুরাগীকে তিনি বলেন, ‘এই মুহূর্তে আমার বিয়ের কোনো পরিকল্পনা নেই। আমি খুবই সাধারণ মানুষ। যখন বিয়ে করব, সবাইকে জানাব। অবশ্যই চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নেব।’

‘কাভি মে কাভি তুম’সহ বেশ কয়েকটি পাকিস্তানি ড্রামাতে অভিনয়ের সুবাদে ভারত, বাংলাদেশেও হানিয়ার পরিচিতি রয়েছে। তিনি তার কাজের মাধ্যমে ভক্তদের কাছে নন্দিত শিল্পী হয়ে বেঁচে থাকতে চান।


 

আরও পড়ুন