ঢাকা, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫

২৯ ফাল্গুন ১৪৩১, ১৩ রমজান ১৪৪৬

বিশ্বের সবচেয়ে কম সময়ের বিমান রুট, যার যাত্রার সময়কাল দেড় মিনিট

বিচিত্র ডেক্স

প্রকাশ: ২০:৫১, ৫ নভেম্বর ২০২৪

বিশ্বের সবচেয়ে কম সময়ের বিমান রুট, যার যাত্রার সময়কাল দেড় মিনিট

সবচেয়ে দ্রুত গন্তব্যে পৌঁছনোর জন্য বিশ্বে বিমান সবচেয়ে ভাল গণ পরিবহণ। আবার এক দেশ থেকে আরেক দেশে পৌঁছনোর জন্য বেশিরভাগ ক্ষেত্রেই বিমানই ভরসা। বিমানে গন্তব্যে পৌঁছতে কেমন সময় লাগতে পারে সে সম্বন্ধে একটা ধারনা কমবেশি সকলেরই আছে। কিন্তু এমন একটি বিমান রুট রয়েছে যার যাত্রার সময়কাল শুনলে যে কোন মানুষ প্রথমে অবিশ্বাস করবে।

পৃথিবীতে সবচেয়ে কম সময়ের বিমান রুটের গন্তব্যে পৌঁছতে মাত্র দেড় মিনিট সময় লাগে। মানে বিমানে ওঠার পর দেড় মিনিটেই অবতরণ করবে বিমান। যাত্রীরা পৌঁছে যাবেন তাঁদের গন্তব্যে। এটাই পৃথিবীর সবচেয়ে কম সময়ের বিমান যাত্রা।


স্কটল্যান্ডের ওয়েস্টরে থেকে পাপা ওয়েস্টরে রুটে যাতায়াত করে এই বিমান। স্কটিশ বিমান সংস্থা লোগানএয়ার এই বিমান রুটটি চালায়। ২টি দ্বীপের মধ্যে যাতায়াতের জন্য এই বিমান রুটটি ব্যবহৃত হয়।

বিমানটি উড়ানে ২.৭ কিলোমিটার পথ অতিক্রম করে। উড়তে লাগে ১ মিনিট। হাওয়া ভাল থাকলে তার চেয়েও কম। ওঠা এবং নামা নিয়ে মোট লাগে দেড় মিনিট।

এই রুটে কিন্তু যাত্রীদের যাতায়াত লেগেই থাকে। নৌকাতেও এই ২টি দ্বীপের মধ্যে যাতায়াত করা যায়। তবে নৌকায় এই পথ অতিক্রম করতে মোটামুটি ২০ মিনিট সময় লাগে। যা বিমানে লাগে মাত্র দেড় মিনিট।

আরও পড়ুন