ঢাকা, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫

২৯ ফাল্গুন ১৪৩১, ১৩ রমজান ১৪৪৬

বিশ্বের একটি মাত্র দেশ যেখানে অস্তিত্ব নেই মশার

বিচিত্র ডেক্স

প্রকাশ: ১৪:৩৬, ৬ নভেম্বর ২০২৪ | আপডেট: ১৪:৪৪, ৬ নভেম্বর ২০২৪

বিশ্বের একটি মাত্র দেশ যেখানে অস্তিত্ব নেই মশার

আইসল্যান্ড

বর্তমানে পৃথিবীতে এক অন্যতম অতঙ্ক হিসেবে আবির্ভূত হয়েছে মশা। ডেঙ্গু থেকে ম্যালেরিয়া নানা রোগ ছড়িয়ে মানুষের মৃত্যুর অন্যতম কারণ এই মশা। আর প্রায় সারা বিশ্ব জুড়েই মশার বিচরণ।

কিন্তু এই পৃথিবীতেই এমন একটি দেশ রয়েছে যেখানে একটিও মশা নেই। অবিশ্বাস্য হলেও সত্যি পৃথিবীর একমাত্র দেশ আইসল্যান্ড যেখানে মশার কোন অস্তিত্ব নেই। তবে কেন এই দেশটিতে মশা নেই তা এখনও নিশ্চিত করে বলতে পারেনি বিশেষজ্ঞরা। তবে মনে করা হয় ওই দেশের পানি এবং মাটির মধ্যে এমন কোনও রাসায়নিকের উপস্থিতি রয়েছে যা মশা বাঁচার উপযুক্ত নয়। এছাড়া দেশটি এতটাই ঠান্ডা যে সেখানে মশার বংশবৃদ্ধির জন্য অনুকূল নয়। 

মশা না থাকা অবশ্যই সে দেশের মানুষকে অনেকটা নিশ্চিন্ত করেছে। অন্তত তাঁদের ম্যালেরিয়া, চিকুনগুনিয়া বা ডেঙ্গু আক্রান্ত হওয়ার ভয়টা নেই।

তবে পরিবেশবিদরা মনে করছেন আইসল্যান্ডের এই মশাহীন নিশ্চিন্ততা কতদিন টিকবে তা নিয়ে সন্দেহ রয়েছে। যেভাবে বিশ্বজুড়ে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন হচ্ছে তাতে আইসল্যান্ডে আগামী দিনে মশা ছড়িয়ে পড়লে অবাক হবেন না তাঁরা।

আরও পড়ুন