ঢাকা, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫

২৯ ফাল্গুন ১৪৩১, ১৪ রমজান ১৪৪৬

নিলামে উঠছে ভাইরাল সেই ‘কলা’, দাম ১৫ লাখ ডলার

বিচিত্র ডেস্ক

প্রকাশ: ১৩:৪৫, ২৭ অক্টোবর ২০২৪

নিলামে উঠছে ভাইরাল সেই ‘কলা’, দাম ১৫ লাখ ডলার

২০১৯ সালে দেয়ালে ডাক্ট টেপ দিয়ে আটকানো একটি কলা ১ লাখ ২০ হাজার ডলারে বিক্রি হয়েছিল। ওই সময় এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছিল। বিতর্ক জন্মেছিল এ শিল্পকর্মের অর্থ নিয়েও। ইতালীয় শিল্পী মাউরিজিও ক্যাটেলানের ‘কমেডিয়ান’ নামে সেই ভাইরাল আর্ট আবারো বাজারে আসছে। সদবি’স অকশন কলাটি নিলামে তুলতে যাচ্ছে। এবার দাম ১০-১৫ লাখ ডলার হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ক্রেতা পাবেন ডাক্ট টেপের রোল আর একটি কলা। সদবি’স জানিয়েছে, এ শিল্পকর্মে ব্যবহৃত টেপ বা কলা মূল শিল্পকর্মে থাকা একই উপকরণ নয়। নিলামকারী প্রতিষ্ঠানের মুখপাত্র জানিয়েছেন, ‘কমেডিয়ান’ একটি ধারণামূলক শিল্পকর্ম। প্রতিবার ইনস্টল করার সময় নতুন কলা ও টেপ ব্যবহার করা হয়। ২০১৯ সালে আর্ট বেসেল মিয়ামি বিচে প্রথম প্রদর্শিত হয় ‘কমেডিয়ান’।

শিল্পকর্মটির পরিচিতি আরো বাড়ে যখন পারফরম্যান্স শিল্পী ডেভিড দাতুনা কলাটি খেয়ে ফেলে বিতর্কের ঝড় তোলেন। তিনি পরে বলেন, ‘এটিও একটি পারফরম্যান্স আর্ট।’ ঘটনাটি ব্যাপক মিডিয়া কাভারেজ পায়। পরে নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে মিয়ামির প্রদর্শনীটি বন্ধ করে দেয়া হয়। যদিও এর মধ্যেই তিনটি সংস্করণ বিক্রি হয়ে যায়। দুটি ব্যক্তিগত সংগ্রহে চলে যায় আর তৃতীয়টি গুগেনহাইম মিউজিয়ামে দান করা হয়।

আগামী নভেম্বরে হতে যাওয়া নিলামে ওই কলা আবারো বিক্রি হবে। কিন্তু কে বিক্রি করছে, সে তথ্য প্রকাশ করা হয়নি। সদবি’স জানিয়েছে, বর্তমান মালিক শিল্পকর্মটি মূল ক্রেতার একজনের সংগ্রহ থেকে কিনেছিলেন। নভেম্বরে নিলামের আগে ‘কমেডিয়ান’ প্রদর্শিত হচ্ছে লন্ডন, প্যারিস, মিলান, হংকং, দুবাই, তাইপে, টোকিও ও লস অ্যাঞ্জেলেসে। এর আগে সিউলের লিওম মিউজিয়াম অব আর্টে এ শিল্পকর্ম প্রদর্শিত হয়েছিল। সেখানেও একজন ছাত্র কলাটি খেয়ে ফেলেছিলেন। তিনি জানিয়েছিলেন, তিনি খুব ক্ষুধার্ত ছিলেন। মিউজিয়াম কর্তৃপক্ষ পরে আবার একটি নতুন কলা লাগিয়ে দিয়েছিল। খবর ও ছবি সিএনএন

আরও পড়ুন