ঢাকা, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫

২৯ ফাল্গুন ১৪৩১, ১৩ রমজান ১৪৪৬

বাবা ভাঙ্গা ও নসট্রাদামুসের ২০২৫ সাল ঘিরে ভয়ঙ্কর ভবিষ্যদ্বাণী

বিচিত্র ডেক্স

প্রকাশ: ১৪:৫৫, ২৮ অক্টোবর ২০২৪ | আপডেট: ২০:১১, ২৮ অক্টোবর ২০২৪

বাবা ভাঙ্গা ও নসট্রাদামুসের ২০২৫ সাল ঘিরে ভয়ঙ্কর ভবিষ্যদ্বাণী

ভবিষ্যদ্বাণীর জন্য বিশ্ব জুড়ে পরিচিত বুলগেরিয়ার বাবা ভাঙ্গা ও ফরাসি ভবিষ্যদ্বক্তা নসট্রাদামুস। প্রাকৃতিক বিপর্যয় থেকে শুরু করে যুদ্ধ, মহামারি যা যা তারা বলে গিয়েছিলেন তা প্রতিনিয়ত সত্য প্রমাণিত হচ্ছে।

২০২৫ সালকে প্রলয়ের সূচনা বলেই উল্লেখ করে গিয়েছেন বাবা ভাঙ্গা। তাঁর ভবিষ্যদ্বাণী অনুযায়ী, আগামী ২০২৫ সাল থেকেই মানবতার পতন শুরু হবে। দেখা দেবে প্রলয়। ভয়ংকর যুদ্ধের কবলে পরবে ইউরোপ, যা গোটা মহাদেশের জনসংখ্যাকে ব্যাপকভাবে প্রভাবিত করবে। এর প্রভাব গোটা বিশ্বেই পড়বে।  রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ বাদে অন্য দুই দেশের মধ্যে নতুন করে যুদ্ধ বাধবে। টেলিপ্যাথিতে বড় আবিষ্কার, যা বিনা বাক্যব্যয়ে মস্তিষ্ক থেকে অপর মস্তিষ্কে যোগাযোগ করাবে, এমন কিছু হতে পারে।

২০২৫ সাল নিয়ে প্রায় একইরকম ভবিষ্যদ্বাণী করে গেছেন ১৬ শতকের ফ্রান্সের সুপরিচিত চিকিৎসক এবং জ্যোতিষী নসট্রাদামুস। তার ভবিষ্যদ্বাণী অনুযায়ী ২০২৫ সালে এক নৃশংস যুদ্ধের কবলে পড়বে ইউরোপ। এছাড়াও ভয়ানক প্রাচীন মহামারী আবির্ভূত হবে এই অঞ্চলে। ফলে বহু মানুষের প্রাণহানি ঘটবে। এছাড়াও রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ শেষ হওয়ারও ইঙ্গিত দিয়ে গিয়েছেন নসট্রাদামুস। তাঁর ভবিষ্যদ্বাণী অনুযায়ী, দুই দেশই যুদ্ধ করে ক্লান্ত হয়ে শান্তির পথে হাটবে। তবে এই শান্তি ক্ষণস্থায়ী হবে। একইসঙ্গে ব্রাজিলে আগ্নেয়গিরি জেগে ওঠা, ভয়ঙ্কর বন্যার মতো প্রাকৃতিক বিপর্যয়েরও ভবিষ্যদ্বাণী করেছেন তিনি।

বুলগেরিয়ার অন্ধ নারী বাবা ভাঙ্গা ১৯৯৬ সালে মারা যান। কিন্তু তার আগে একবিংশ শতাব্দীরও ভবিষ্যদ্বাণী করে গিয়েছিলেন। ৯/১১ হামলা থেকে শুরু করে প্রিন্সেস ডায়নার মৃত্যু, চেরনোবিল বিপর্যয়, এমনকী ব্রেক্সিট সম্পর্কেও ভবিষ্যদ্বাণী করে গিয়েছিলেন, যা অক্ষরে অক্ষরে সত্য প্রমাণিত হয়েছে। বাবা বঙ্গ ৫০৭৯ সাল পর্যন্ত ভবিষ্যদ্বাণী করেছেন। তার দাবি এর পরে পৃথিবী সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাবে।

অপরদিকে নসট্রাদামুস ছিলেন ১৬ শতকের একজন ফরাসি জ্যোতিষী এবং চিকিত্সক। তার ভবিষ্যদ্বাণীগুলি তাকে তার জীবদ্দশায় এবং তার পরেও খ্যাতি এনে দিয়েছিল। ১৫৬৬ সালে তার মৃত্যুর পর থেকে তার ভবিষ্যদ্বাণী গুলি গুরুত্বের সাথে অলোচনা করা হয়। ফরাসি বিপ্লব, অ্যাডলফ হিটলারের উত্থান, ১১ সেপ্টেম্বর ২০০১ এর নিউইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের টুইন টাওয়ারে সন্ত্রাসী হামলা এবং ২০২০ সালের করোনাভাইরাস মহামারীর ভবিষ্যদ্বাণী করে ছিলেন।পর্যন্ত। ১৫৫৫ সালে ভবিষ্যদ্বাণী নিয়ে তার বই প্রকাশিত হয়েছিল যা তাকে বিশ্বব্যাপী খ্যাতি এনে দেয়। নসট্রাদামুসের মতে, বিশ্ব ৩৭৯৭ সালে এ পৃথিবী ধ্বংস হয়ে যাবে।
 

আরও পড়ুন