শিরোনাম
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: ১০:৫৫, ২১ জানুয়ারি ২০২৫ | আপডেট: ১২:১৯, ২১ জানুয়ারি ২০২৫
এ বছর শীতে দুই রকমের তাপমাত্রায় চরম বিপাকে পড়েছেন উত্তর জনপদের মানুষ। সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত বরফ শীতল ঠান্ডা এবং সকালে ঝলমলে রোদ ওঠায় দিনের তাপমাত্রা হয় ২৫ থেকে ২৮ ডিগ্রির মধ্যে। আবহাওয়ার এ তারতম্যের দরুন দেখা দিয়েছে বিভিন্ন শীতজনিত রোগবালাই। প্রতিদিন জেলার হাসপাতালগুলোতে ভিড় দেখা যায় সর্দি-জ্বর, ডায়েরিয়া, নিউমোনিয়া ও শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগীদের।
জেলার প্রথম শ্রেণির তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ জানান, দুই দিন তাপমাত্রা বাড়ার পর আজকে আবার তাপমাত্রা কমে ৯ ডিগ্রির ঘরে এসেছে। আজকে বাতাসের আর্দ্রতা শতকরা ৯৯ ভাগ। মঙ্গলবার (১৪ জানুয়ারি) ভোর ৬টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৯টায় তাপমাত্রা আরও কমতে পারে বলে আশঙ্কা রয়েছে। গতকাল (১৩ জানুয়ারি) তাপমাত্রা রেকর্ড হয়েছিল ১২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া পর্যবেক্ষণ কর্মকর্তার দাবি, আজ (২১জানুয়ারী) সকাল সাড়ে ৮টার পর থেকে মেঘ কেটে দেখা গেছে সূর্য। বাতাসের আর্দ্রতা শতকরা ৮৩ ভাগ। ঘণ্টায় ৮-৯ কিলোমিটার বেগে বইছে বাতাস। বাতাসের কারণে স্থানীয়রা শীতের গরম কাপড় পরে চলাফেরা করতে দেখা গেছে। মানুষের পাশাপাশি শীতল বাতাসে কষ্ট পাচ্ছে গৃহপালিত প্রাণীরাও।
এদিকে, শীতের কারণে নিম্নআয়ের মানুষদের আয় রোজগার কমেছে। ঠিকমতো কাজে যেতে না পারায় দুর্ভোগে পড়েছেন ভ্যানচালক, পাথর শ্রমিক, চা শ্রমিক, দিনমজুর থেকে নিম্ন আয়ের মানুষ।