শিরোনাম
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: ১৪:৩৮, ২২ জানুয়ারি ২০২৫ | আপডেট: ১৭:৫১, ২২ জানুয়ারি ২০২৫
কক্সবাজারের টেকনাফে ৪ লাখ ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার
কক্সবাজারের টেকনাফে ৪ লাখ ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে টেকনাফ বিজিবি ২। মঙ্গলবার (২১জানুয়ারী) রাতে সীমান্তের নাফ নদ ও আলিখালে অভিযান চালিয়ে এ ইয়াবা উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায় নি।
বুধবার (২২জানুয়ারী) টেকনাফ বিজিবি ২ এর অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। বিজিবি অধিনায়ক বলেন, ‘গোপন সূত্রের ভিত্তিতে জানতে পারি মিয়ানমার থেকে একদল মাদক পাচারকারী বড় চালান নিয়ে বাংলাদেশে প্রবেশ করবে। বিজিবি-২ এর আওতাভুক্ত বিআরএম-১১ হতে প্রায় ১ কিলোমিটার দক্ষিণ দিকে মেম্বার পোস্ট নামক এলাকার সীমান্ত অতিক্রম করার কথা তাদের।’
নোয়াপাড়া বিএসপিতে স্থাপিত ‘পুরানো রাডার’এর মাধ্যমে সীমান্তে গতিবিধি পর্যবেক্ষণ করা হয় পাচারকারবারীদের। ব্যাটালিয়ন সদর এবং লেদা বিওপি হতে পৃথক দুটি দল মেম্বার পোস্ট এলাকায় অভিযান পরিচালনার করে। এ সময় নাফ নদের পাড়ে অবস্থানরত পাচারকারী দলটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বিজিবি দল তাদের ধাওয়া দেয়।
ধাওয়া খেয়ে পাচারকারী দলটি দুইটি বস্তা ফেলে নাফ নদ সাঁতরে সীমান্তের ওপারে পালিয়ে যায়। অন্যদিকে কয়েকজন বস্তা নিয়ে আলিখাল হয়ে মায়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায়। সারারাতের চেষ্টায় বিজিবি দল প্যাকেটজাত ৪ লাখ ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে। মাদক বহনের সঙ্গে জড়িতদের খোঁজ চলছে বলে জানান টেকনাফ বিজিবি ২ এর অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান।