শিরোনাম
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: ১৬:৪৭, ২৪ জানুয়ারি ২০২৫ | আপডেট: ১৭:৫২, ২৪ জানুয়ারি ২০২৫
কক্সবাজারের টেকনাফ পাহাড় এলাকা থেকে ১০ রোহিঙ্গাসহ অপহৃত ১৫ জনকে উদ্ধার করেছে পুলিশ। একই সাথে এ ঘটনায় দুই অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়েছে।
কক্সবাজারের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ জানান, শুক্রবার (২৪ জানুয়ারি) দুপুর দেড়টায় বাহারছড়া ইউনিয়নের মধ্যম কচ্ছপিয়া এলাকার গহিন পাহাড়ের চূড়া থেকে তাদের উদ্ধার করা হয়। তাদের মধ্যে ৫ জন বাংলাদেশি ও ১০ জন রোহিঙ্গা। গ্রেপ্তারকৃত দুজন হলেন করাচি পাড়ার বাসিন্দা মো. হারুন (২৫) ও নূর মোহাম্মদ (১৯)।
তিনি জানান, আটক ব্যক্তিরা সংঘবদ্ধ অপহরণ চক্রের সদস্য। তারা প্রলোভন দেখিয়ে অপহৃতদের পাহাড়ের চূড়ায় নিয়ে আটকে রাখে এবং তাদের স্বজনদের কাছ থেকে মুক্তিপণ দাবি করে। অপহৃতদের ১৬-১৭ দিন ধরে আটক রাখা হয়েছিল। টেকনাফের পাহাড়ি এলাকায় অপহরণ ও মানবপাচার প্রতিরোধে বিশেষ অভিযান চলছে।
এ ধরনের অপরাধ নির্মূল করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর ব্যবস্থা নিচ্ছে। টেকনাফের পাহাড়ে অপহরণ ও মানবপাচারের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান পুলিশ সুপার।