ঢাকা, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫

১৫ বৈশাখ ১৪৩২, ২৯ শাওয়াল ১৪৪৬

ছয় ঘণ্টা আটকে রেখে কৃষককে ছেড়ে দিল বিএসএফ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৮:১৩, ২৪ জানুয়ারি ২০২৫ | আপডেট: ১৮:৫১, ২৪ জানুয়ারি ২০২৫

ছয় ঘণ্টা আটকে রেখে কৃষককে ছেড়ে দিল বিএসএফ

দিনাজপুরের বিরল সীমান্ত থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে আটককৃত কৃষক আলামিনকে ছয় ঘণ্টা পর মুক্ত করে দেওয়া হয়েছে। এর প্রতিবাদে ভারতীয় এক কৃষককে ধরে এনে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সদস্যদের হাতে তুলে দিয়েছেন বাংলাদেশি কয়েকজন নাগরিক।

আজ (২৪ জানুয়ারি) বিকেল চারটায় বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকের পর তাকে দেশে ফেরৎ নিয়ে আসা হয়। বৈঠক শেষে দিনাজপুর ৪২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আহসান-উল ইসলাম জানান, পাঁচজন বাংলাদেশি কোনো প্রকার বৈধ কাগজপত্র ছাড়াই ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করে। বিএসএফ ধারণা করেছিল সীমান্তের আশেপাশে থাকা কেউ তাদেরকে সহযোগিতা করেছেন। সে সময় আলামিন নামে এক বাংলাদেশি যুবক সীমান্তের খুব কাছাকাছি ছিলেন। তারা আলামিনকে সহযোগী ভেবে ধরে নিয়ে যায়। বিষয়টি ভুল বোঝাবুঝি ছিল। আমাদের পতাকা বৈঠকে বিষয়টির মীমাংসা হয়েছে। শুক্রবার বিকেল সোয়া চারটায় আলামিনকে তারা ফেরত দিয়েছেন।’

বিএসএফ সদস্য কর্তৃক ধরে নিয়ে যাওয়া বাংলাদেশি তরুণের নাম মো. আলামিন। সে ধর্মপুর ইউনিয়নের কৈকুড়ি গ্রামের বর্গাচাষি রিয়াজউদ্দিনের ছেলে। অপর দিকে বিজিবির হেফাজতে থাকা ভারতীয় নাগরিক হলেন পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার কুসুমন্ডি থানার পূর্ব মোল্লাপাড়া গ্রামের নারায়ণ চন্দ্র রায় (৪৫)।

উল্লেখ্য, শুক্রবার সকালে বিরল এনায়েতপুর দ্বীপনগর গ্রামে সীমান্তের শূন্যরেখার ৩২৩ নং পিলারের পাশে আলামিন নিজ জমিতে কাজ করছিল। এসময় বিএসএফ এসে তাকে ক্যাম্পে তুলে নিয়ে যায়। পরে তার পরিবারের লোকজন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের কাছে গিয়ে বিষয়টি জানায়। পরে পতাকা বৈঠকের মাধ্যমে তাকে দেশে ফেরৎ আনে বিজিবি। ভারতীয় নাগরিককেও বিএসএফের কাছে ফেরত দেওয়া হয়েছে।

আরও পড়ুন