ঢাকা, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫

২৯ ফাল্গুন ১৪৩১, ১৩ রমজান ১৪৪৬

সীমান্তে ৫ কোটি টাকার চোরাচালানকৃত পণ্য জব্দ করেছে বিজিবি

সিলেট প্রতিনিধি

প্রকাশ: ২০:৪৮, ২৪ জানুয়ারি ২০২৫

সীমান্তে ৫ কোটি টাকার চোরাচালানকৃত পণ্য জব্দ করেছে বিজিবি

সিলেট-সুনামগঞ্জ সীমান্তে ৫ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার রাত থেকে আজ (২৪জানুয়ারী) সকাল পর্যন্ত পৃথক অভিযানে পশু, মাদকদ্রব্য ও মাছ আটক করা হয়। 

বিজিবি সূত্র জানায়, বিজিবির সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) আওতাধীন বাংলাবাজার, শ্রীপুর, লবিয়া, কালাসাদেক, সোনারহাট, লাফার্জ, দমদমিয়া, বিছনাকান্দি ও সংগ্রাম বিওপির সদস্যরা আজ সকালে অভিযান চালান। অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় আরজে পাওয়ার ব্যাটারি, চিনি, গরু, মহিষ, প্রসাধনসামগ্রী, চকলেট, জিরা, কম্বল, কমলা, ফুচকা, মদ, বাংলাদেশ থেকে পাচারের উদ্দেশ্যে নেওয়া শিং মাছ জব্দ করা হয়।

এ ছাড়া চোরাচালানের কাজে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশা ও একটি মোটরসাইকেলও জব্দ করা হয়। জব্দ হওয়া এসব মালামালের আনুমানিক মূল্য ৫ কোটি ২২ লাখ টাকার ওপরে বলে জানিয়েছে বিজিবি।

৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান বলেন, ‘সীমান্তে চোরাচালান রোধে বিজিবি নিয়মিত অভিযানের পাশাপাশি গোয়েন্দা তৎপরতা জোরদার করেছে। এরই ধারাবাহিকতায় আমরা উল্লেখযোগ্য পরিমাণ চোরাচালানের মালামাল জব্দ করতে সক্ষম হয়েছি। জব্দ করা মালামালগুলোর ব্যাপারে বিধিমোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’


 

আরও পড়ুন