শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:৪০, ২৬ জানুয়ারি ২০২৫ | আপডেট: ১৯:২৫, ২৭ জানুয়ারি ২০২৫
নিহত অর্ণব কুমার সরকার
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ছাত্র অর্ণব কুমার সরকার হত্যা মামলায় অজ্ঞাতনামা ২৫ থেকে ৩০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন নিহতের পিতা। গতকাল (২৫ জানুয়ারি) রাতে খুলনা সোনাডাঙ্গা মডেল থানায় নিতিশ কুমার সরকার বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) এডিসি মিডিয়া মোহাম্মাদ আহসান হাবীব।
পুলিশ জানিয়েছে, মামলার এজহারে সুনির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করা হয়নি। আটক ৩ জনকে জিজ্ঞাসাবাদ চলছে। পাশাপাশি হত্যারহস্য উদঘাটন ও জড়িতদের গ্রেফতারে কাজ করছে একাধিক টিম।
উল্লেখ্য, গত শুক্রবার রাতে নগরীর তেঁতুলতলা মোড়ে মোটরসাইকেলে বসে চা খাচ্ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের মাস্টার্সের শিক্ষার্থী অর্ণব। এসময় দুর্বৃত্তরা অতর্কিত তাকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে।
এদিকে, নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির প্রাক্তন শিক্ষার্থী অর্ণব হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং দোষীদের শাস্তির দাবিতে আজ (২৬ জানুয়ারি) বেলা ১২টায় নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির ২ নম্বর ক্যাম্পাসের সামনে (তেঁতুলতলা মোড়ে) শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচি পালন করবে।