শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৪:৪১, ১৬ ডিসেম্বর ২০২৪
নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ইডেন মহিলা কলেজ শাখার সভাপতি তামান্না জেসমিন রিভা গোয়েন্দা পুলিশের (ডিবি) হাতে আটক হয়েছে। ডিবিপ্রধান রেজাউল করিম মল্লিক রোববার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন।
ডিবি সূত্র জানায়, নিষিদ্ধ রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে নেত্রীকে আটক করা হয়েছে।
গত জুলাইয়ে শিক্ষার্থীরা কোটা সংস্কার আন্দোলন শুরু করলে সারা দেশের মতো ইডেন মহিলা কলেজের ছাত্রীরাও আন্দোলনে যোগ দেন। সে সময় দলীয় প্রভাব খাটিয়ে সাধারণ শিক্ষার্থীদেরকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ১৫ জুলাইয়ের পর আন্দোলন তীব্র হলে ইডেনের ছাত্রীরাও ছাত্রলীগের নেত্রীদের বিরুদ্ধের প্রতিরোধ গড়ে তোলেন। পরে পালিয়ে আত্মগোপনে যান। এরপর থেকে লোকচক্ষুর অন্তরালে ছিল রিভা।
এই অবস্থায় রোববার রাতে তাঁর আটকের খবর আসাতে অনেকে স্বস্তি পেয়েছেন।