ঢাকা, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫

১৫ বৈশাখ ১৪৩২, ২৯ শাওয়াল ১৪৪৬

তারেক রহমানের জন্য বাসা খোঁজা হচ্ছে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০:৫৩, ২১ ডিসেম্বর ২০২৪ | আপডেট: ১০:৫৪, ২১ ডিসেম্বর ২০২৪

তারেক রহমানের জন্য বাসা খোঁজা হচ্ছে

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কবে দেশে ফিরছেন তা নিয়ে চলছে ব্যাপক আলোচনা। বিএনপির অনেকেই বলছেন, নতুন বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে তারেক রহমান দেশে ফেরার সম্ভাবনা প্রবল। বিএনপির সূত্রগুলো বলেছে, প্রস্তুতির অংশ হিসেবে নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। এমনকি তারেক রহমানের জন্য নাকি বাড়িও খোঁজা হচ্ছে। এরই মধ্যে যুক্তরাজ্য থেকে একটি প্রতিনিধিদল নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখতে বাংলাদেশ ঘুরে গেছে।

বিএনপিপন্থী আইনজীবীরা বলছেন, তারেক রহমানের বিরুদ্ধে করা অধিকাংশ মানহানির মামলা খারিজ হয়েছে। এখনো ২৪টি মানহানির মামলা রয়েছে। এগুলো শুনানির অপেক্ষায় রয়েছে। এ ছাড়া চারটি মামলায় তিনি দণ্ডপ্রাপ্ত। সেগুলোরও শিগগিরই শুনানি হবে।

এদিকে গতকাল শুক্রবার সকালে যুক্তরাজ্যে গেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। যুক্তরাজ্যে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে দেখা করবেন। এই সফর থেকে তিনি ফিরলে তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে নতুন বার্তা আসতে পারে বলেও ধারণা করা হচ্ছে। জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন সংবাদমাধ্যমকে বলেন, ‘যত দ্রুত সম্ভব মামলা-মোকদ্দমা থেকে মুক্ত করে তাঁকে (তারেক রহমান) বাংলাদেশে আনার ব্যাপারে চেষ্টা চলছে। কবে আসছেন ব্যাপারটি অনেকটা আইনজীবী আদালতের ওপরও নির্ভর করছে।’

তারেক রহমানের ঘনিষ্ঠ একটি সূত্র বলেছে, দেশে ফিরে প্রথমে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় ওঠার কথা রয়েছে তারেক রহমানের। কিন্তু সেখানে থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করা সম্ভব হবে না বলে তাঁর জন্য পৃথক বাসার ব্যবস্থা করা হচ্ছে। যুক্তরাজ্য থেকে আসা প্রতিনিধিদলটি দেশে অবস্থানকালে ফিরোজার আশপাশে বেশ কয়েকটি বাসা দেখেছে। যদিও এসব বিষয়ে প্রকাশ্যে কথা বলতে রাজি হননি কেউ।

রাজনৈতিক পট পরিবর্তনের পর ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় বেকসুর খালাস পাওয়ার পর তাঁর ফেরার সম্ভাবনা আরও উজ্জ্বল হয়েছে বলে মনে করছেন দলের নেতা-কর্মীরা।

ওয়ান-ইলেভেন সরকারের সময় ২০০৭ সালের ৭ মার্চ তারেক রহমানকে গ্রেপ্তার করা হয়। ২০০৮ সালের ৩ সেপ্টেম্বর জামিনে মুক্তি পেয়ে ১১ সেপ্টেম্বর চিকিৎসার জন্য সপরিবার যুক্তরাজ্যে যান তিনি। তখন থেকেই তিনি লন্ডনে রয়েছেন। লন্ডনে থাকাকালে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি তাঁর মা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া কারাগারে যাওয়ার পর দলের গঠনতন্ত্র অনুযায়ী ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব নেন তারেক রহমান। বিদেশে থেকেই এতদিন তিনি দল পরিচালনা করছেন।

আরও পড়ুন