ঢাকা, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫

১৫ বৈশাখ ১৪৩২, ২৯ শাওয়াল ১৪৪৬

বিয়ের কার্ড ছাপা নিয়ে মুখ খুললেন সালমানের প্রাক্তন

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ১৮:১৮, ৩১ ডিসেম্বর ২০২৪ | আপডেট: ১৮:৩৭, ৩১ ডিসেম্বর ২০২৪

বিয়ের কার্ড ছাপা নিয়ে মুখ খুললেন সালমানের প্রাক্তন

নায়ক সালমান খান ও তার প্রাক্তন প্রেমিকা সঙ্গীতা বিজলানি

বলিউডের আলোচিত নায়ক সালমান খান নিজের অভিনয় আর ব্যাক্তিজীবন দুটো নিয়ে সবসময় বেশ আলোচনায় থাকেন। এখনও বিয়ের পিঁড়িতে বসার সুযোগ না হলেও ভাইজানের জীবনে প্রেম এসেছিল বহুবার। চর্চায় থাকলেও দুর্ভাগ্যবশত কোনও প্রেম বেশি দিন টিকেনি। সাম্প্রতিক সময়ে একটি রিয়েলিটি শোতে ভাইজানের সাবেক প্রেমিকাদের মধ্যে সঙ্গীতা বিজলানি প্রকাশ করলেন এমন কিছু তথ্য, যা শুনে সবার চোখ ছানাবড়া। 

শিগগিরই সালমানের প্রাক্তন সঙ্গীতা বিজলানিকে ‘ইন্ডিয়ান আইডল ১৫’এর একটি এপিসোডে অংশ নিতে দেখা যাবে। অনুষ্ঠানের একটি নতুন প্রোমো এরই মধ্যে ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেখানে সালমানের সঙ্গে সম্পর্ক নিয়ে খোলামেলা কথা বলেছেন সঙ্গীতা। 

অনুষ্ঠানে নায়কের সঙ্গে ঘনিষ্টতার থেকে শুরু করে সম্পর্কের পরিণতি ছাড়াও বিয়ের কার্ড ছাপানোর বিষয়ে জানতে চাওয়া হয়েছিল। বিষয়টি স্বীকার করে সঙ্গীতা বলেন, ‘যা রটেছে তা মিথ্যা তো নয়। হ্যাঁ এটা ঠিক। আমাদের সত্যিই বিয়ের কার্ড ছাপানো হয়ে গিয়েছিল। কিন্তু বিয়ের এক মাস আগে হঠাৎ করেই সমস্ত পরিকল্পনা বাতিল হয়ে যায়।’

সালমান এবং সঙ্গীতার সম্পর্ক ভেঙে যাওয়ার পর শোনা গিয়েছিল, সালমানের বন্ধু জ্যাকি শ্রফের সঙ্গে সঙ্গীতার সম্পর্ক গড়ে উঠেছিল। পরবর্তীকালে ব্যাপারটি জানাজানি হওয়ার পর ভাইজানের সম্পর্ক ভেঙে যায়। 

অশোক কুমারের নাতনি শাহিনের সঙ্গে বিচ্ছেদের পর সঙ্গীতার প্রেমে পড়েছিলেন সালমান। ১৯৮০ দশকের শেষ দিক থেকে ১৯৯০ দশকের গোড়ার দিক পর্যন্ত ভাইজানের প্রেমিকা ছিলেন সঙ্গীতা। তাদের বিয়ের কথাও চলছিল।

তবে গুঞ্জণ ছিল, সালমান এবং সঙ্গীতার বিয়ে ভেঙে যাওয়ার পেছনে ছিলেন সোমি আলি। সঙ্গীতা এবং সালমানের বাগদান হওয়ার আগেই সোমির কারণে ভেঙে যায় ভাইজানের সম্পর্ক।

১৯৯৬ সালে মুহাম্মদ আজহার উদ্দিনকে বিয়ে করেন সঙ্গীতা। ২০১৯ সালে বিয়েবিচ্ছেদ হয় তাদের। তবে এখনো দুজনার মধ্যে ভালো বন্ধুত্বের সম্পর্ক রয়েছে।

আরও পড়ুন