ঢাকা, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫

১৫ বৈশাখ ১৪৩২, ২৯ শাওয়াল ১৪৪৬

বলিউড ছাড়ছেন অনুরাগ কাশ্যপ

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ১৩:৪৬, ১ জানুয়ারি ২০২৫ | আপডেট: ১৪:৫৩, ১ জানুয়ারি ২০২৫

বলিউড ছাড়ছেন অনুরাগ কাশ্যপ

বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপ

বলিউডের প্রথম সারির পরিচালকদের মধ্যে অন্যতম অনুরাগ কাশ্যপ। ভিন্নধর্মী গল্পের সিনেমা বানিয়ে দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছেন তিনি। সম্প্রতি, এক সাক্ষাৎকারে বলিউড ছাড়ার ঘোষণা দেন এই নির্মাতা। 

দ্য হলিউড রিপোর্টার ইন্ডিয়া-কে দেয়া সাক্ষাৎকারে বলিউডকে নিয়ে নিজের বিরক্তির কথা জানান তিনি। তার মতে,বলিউড ইন্ডাস্ট্রিতে চলচ্চিত্রের মানোন্নয়ন অপেক্ষা বাণিজ্যিক দিকে বেশি মনোনিবেশ করা হয়। ছবির কাজ শুরুর আগেই প্রচারণার কৌশল এবং সম্ভাব্য বক্স অফিস কালেকশনের অংক কষা শুরু হয়ে যায়। এই বিষয়টি নিয়েই হতাশ এই নির্মাতা। সন্তোষজনক ভাবে কাজ করতে পারছেন না। এজন্য দক্ষিণী ইন্ডাস্ট্রিতে কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। 

সাক্ষাৎকারে কাশ্যপ বলেন, 'দক্ষিণে এখনো সিনেমা তৈরির মধ্যে একটি বিশেষ আনন্দ রয়েছে। আমি চাই জীবনের শেষ দিনগুলো সেখানেই কাটাতে। মুম্বাই ইন্ডাস্ট্রির কাজ নিয়ে আমি খুবই হতাশ। বিরক্ত এখানকার মানুষের মানসিকতা নিয়ে। বলিউডে শুধু রিমেকেরই চলছে, নতুন কিছু সৃষ্টি করার কোনো ইচ্ছা বা ভাবনা নেই। সবাই একই বিষয় নিয়ে ছুটছে, যা অসহ্য।'

আরও পড়ুন