শিরোনাম
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৮:৫৯, ২ জানুয়ারি ২০২৫
এক বছরেরও বেশি সময় ধরে ক্যানসারে ভুগছিলেন টালিউডের অন্যতম জনপ্রিয় পরিচালক অরুণ রায়। সম্প্রতি ফুসফুসে সংক্রমণের কারণে তাকে আরজি কর হাসপাতালে ভর্তি করানো হয়। বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকালে সেখানেই শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। ৫৬ বছর বয়সে এই নির্মাতার মৃত্যু হয় বলে জানিয়েছে ইন্ডিয়া টুডে।
বুধবার (১ ডিসেম্বর) রাতেই হাসপাতাল থেকে খবর এসেছিল, শারীরিক অবস্থার ক্রমাগত অবনতি হচ্ছে তাঁর। আইসিইউতে ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছিল পরিচালককে।
গেল বছর দেব অভিনীত ‘বাঘা যতীন’ ছবির শুটিংয়ের সময়ই খাদ্যনালীতে ক্যানসার ধরা পড়ে তার। কলকাতার সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস বাংলা জানিয়েছে, গত বছরের সেপ্টেম্বরে দ্বিতীয় কেমোথেরাপি নেওয়ার পর অনেকটাই সুস্থ হয়ে উঠেছিলেন। কিন্তু শরীরে রোগ প্রতিরোধকক্ষমতা একেবারে কমে যাওয়ায় ফুসফুসে সংক্রমণ হয়।
এর জেরেই গত কয়েক দিনে দ্রুত অবনতি হয়েছে শারীরিক পরিস্থিতির। সম্প্রতি পরিচালককে দেখতে হাসপাতালে ছুটে গিয়েছিলেন পর্দার ‘বাঘাযতীন’ দেব। আশা ছিল, সব লড়াই জিতে হাসিমুখে ফিরে আসবেন তিনি। তবে তা আর হলো না।
অরুণ রায়ের মৃত্যুর পর নির্মাতা বিরসা দাশগুপ্ত বৃহস্পতিবার সকালে তাঁর ফেসবুক পোস্টে লেখেন, ‘এটা ঠিক করলে না অরুণদা।’
অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী লেখেন, ‘পরিচালক অরুণ রায় আর নেই। নতুন বছরের দ্বিতীয় সকালে চলে গেলেন সব মায়া ছেড়ে। যে অরুণদাকে আমরা চিনি, সেই অরুণদা থেকে যাবেন আমাদের মনের ভেতর—ঠাট্টা, ইয়ার্কি, সিনেমা দেখা আর সিনেমার আলোচনা নিয়ে। জীবনের সবচেয়ে কঠিন বিষয়কেও মজা করে কাটিয়ে দেওয়ার মতো সাহস ছিল তাঁর। শুধু যদি একটু নিয়ম, একটু সংযম, যা–ই হোক।’
২০১১ সালে ‘এগারো’ ছবি দিয়ে ইন্ডাস্ট্রিতে আত্মপ্রকাশ পরিচালক অরুণ রায়ের। ‘হীরালাল’ দিয়েই সিনেমাপ্রেমীদের মনে জায়গা করে নিয়েছিলেন তিনি। এই সিনেমা দিয়েই খ্যাতি পান ডাক্তার–অভিনেতা কিঞ্জল নন্দ। ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে কাজ করতে ভালোবাসা মানুষটা এরপর বানান ‘বিনয় বাদল দীনেশ’। তাঁর বানানো সবশেষ ছবি ‘বাঘা যতীন’। এখানেও তিনি হিট।