ঢাকা, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫

১৫ বৈশাখ ১৪৩২, ২৯ শাওয়াল ১৪৪৬

লাইফ সাপোর্টে অভিনেত্রী অঞ্জনা, অবস্থা ‘ক্রিটিক্যাল’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৯:১০, ২ জানুয়ারি ২০২৫ | আপডেট: ১৯:১০, ২ জানুয়ারি ২০২৫

লাইফ সাপোর্টে অভিনেত্রী অঞ্জনা, অবস্থা ‘ক্রিটিক্যাল’

অভিনেত্রী অঞ্জনা রহমান গত এক সপ্তাহ রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের সিসিইউ বিভাগে চিকিৎসাধীন ছিলেন। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় বুধবার (১ জানুয়ারি) দিবাগত রাতে তাকে পিজি হাসপাতালে ভর্তি করে লাইফ সাপোর্ট দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার (২ জানুয়ারি) দুপুরে অঞ্জনার ছেলে নিশাত মনি সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ডিসেম্বর মাসের শুরুতে জ্বরে আক্রান্ত হন অঞ্জনা। জ্বর না কমায় গত ২২ ডিসেম্বর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। কয়েকটি পরীক্ষার পর রক্তে সংক্রমণ ধরা পড়ে।

গত আট দিনে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) থেকেও তার শারীরিক অবস্থার খুব একটা উন্নতি হয়নি। নিশাত রহমান জানান, ‘অঞ্জনার শ্বাসকষ্ট হচ্ছে। গতকাল এই কষ্টের মাত্রা বেড়েছে। তাই দেরি না করে ভেন্টিলেশন সাপোর্ট দিতে হচ্ছে। এ মুহুর্তে স্রষ্টার কৃপা ছাড়া আমাদের কিছুই করার নাই।’ দেশীয় চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় এই নায়িকার জন্য তাঁর পরিবারের পক্ষ থেকে দোয়া চাওয়া হয়েছে।

বাংলাদেশের চলচ্চিত্রের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও বেশ সুপরিচিত মুখ চিত্রনায়িকা অঞ্জনা। নৃত্যশিল্পী থেকে নায়িকা হয়ে সর্বাধিক যৌথ প্রযোজনা এবং বিদেশি সিনেমায় অভিনয় করা একমাত্র দেশীয় চিত্রনায়িকাও তিনি। এ পর্যন্ত তিন শতাধিক সিনেমায় অভিনয় করেছেন অঞ্জনা। দুবার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

আরও পড়ুন