ঢাকা, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫

২৯ ফাল্গুন ১৪৩১, ১৩ রমজান ১৪৪৬

আজ বিশ্ব কুষ্ঠ দিবস

স্বাস্থ্য ডেস্ক

প্রকাশ: ১১:৩০, ২৬ জানুয়ারি ২০২৫ | আপডেট: ১১:৫০, ২৬ জানুয়ারি ২০২৫

আজ বিশ্ব কুষ্ঠ দিবস

বিশ্ব কুষ্ঠ দিবস আজ

আজ (২৬ জানুয়ারি) বিশ্ব কুষ্ঠ দিবস। প্রতিবছর জানুয়ারি মাসের শেষ রোববার এই দিবসটি পালন করা হয়। রোগটি সম্পর্কে সচেতনতা তৈরি এবং আক্রান্তদের সাহায্য করতে দিবসটি পালন করা হয়। 

জীবাণুঘটিত রোগটি সঠিক চিকিৎসায় সম্পূর্ণ নিরাময়যোগ্য। দেশের সরকারি হাসপাতাল ও এনজিও দ্বারা পরিচালিত কুষ্ঠ ক্লিনিকে বিনামূল্যে এ রোগের চিকিৎসা প্রদান করা হয়। যদিও এই রোগের টিকা এখনো আবিষ্কৃত হয়নি।

কুষ্ঠ আক্রান্তদের মূলত স্নায়ুর ক্ষতি, বিকৃতি ও ত্বকে এক ধরনের ঘা দেখা দেয়। আক্রান্ত ব্যক্তি স্পর্শ, ব্যথা এবং তাপমাত্রার প্রতি অনুভূতি হারিয়ে ফেলে। ত্বকে ক্ষত, পেশি দুর্বল এবং হাত ও পায়ে অসাড়ভাব এই রোগের লক্ষণ। মাইকোব্যাকটেরিয়াম লেপ্রি ব্যাকটেরিয়া এই রোগের কারণ। এই রোগে আক্রান্তদের স্নায়ু, শ্বাসনালীর উপরের অংশ ও নাকের ভেতরের আস্তরণ ক্ষতিগ্রস্ত হয়।

বর্তমানে, জনবল সংকটসহ নানা সীমাবদ্ধতায় দেশে কুষ্ঠ রোগে আক্রান্তদের প্রকৃত চিত্রও উঠে আসছে না। ফলে এই রোগ নির্মূলের কার্যক্রম ব্যাহত হচ্ছে। বাংলাদেশে অনেক এলাকায় এখনো অনেক মানুষ মনে করে এই রোগটি অভিশাপের ফল। দি লেপ্রোসী মিশন ইন্টারন্যাশনাল-বাংলাদেশ বলছে- এজন্য গণসচেতনতা সৃষ্টি করা প্রয়োজন।

আরও পড়ুন