ঢাকা, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫

২৯ ফাল্গুন ১৪৩১, ১৩ রমজান ১৪৪৬

জনবল নেবে যানবাহন অধিদপ্তর

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ২০:৩১, ৩০ নভেম্বর ২০২৪ | আপডেট: ২০:৫৩, ৩০ নভেম্বর ২০২৪

জনবল নেবে যানবাহন অধিদপ্তর

প্রার্থী নির্বাচনে লিখিত ও মৌখিক পরীক্ষার পাশাপাশি পদ অনুযায়ী কম্পিউটার টাইপিং ও ব্যাবহারিক পরীক্ষা নেওয়া হবে। প্রাথমিক আবেদনের পর বাছা্ই শেষে কেবল যোগ্য প্রার্থীদের মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমে লিখিত পরীক্ষার কেন্দ্র ও সময়সূচি জানানো হবে। 

শুরুতেই থাকছে লিখিত পরীক্ষা। এতে উত্তীর্ণরাই কেবলমাত্র মৌখিক এবং পদ অনুসারে অংশ নিতে পারবে ব্যাবহারিক পরীক্ষায়। তবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ পরীক্ষার বিধি অনুসারে এই নিয়োগ পরীক্ষায় সংক্ষিপ্ত পদ্ধতির লিখিত প্রশ্ন করা হতে পারে।

সরকারি যানবাহন অধিদপ্তরের কর্মচারী নিয়োগ বিধিমালা-২০১৯ অনুযায়ী, অধিদপ্তরের কর্মচারী নিয়োগের সব পদেই সংক্ষিপ্ত পদ্ধতিতে লিখিত পরীক্ষা নেওয়ার বিধান রয়েছে। গাড়িচালক বা ড্রাইভারসহ বেশ কিছু পদে লিখিত পরীক্ষায় ৪০, মৌখিক পরীক্ষায় ১০ নম্বরসহ মোট ৫০ নম্বরের পরীক্ষা নেওয়া হবে। কম্পিউটার অপারেটর, অফিস সহায়ক, মেকানিক ও ‘সহকারী’ সম্পর্কিত সব পদের পরীক্ষায় ১০০ নম্বরের লিখিত এবং ১০ নম্বরের ভাইভাসহ মোট ১১০ নম্বরের পরীক্ষা নেওয়া হবে। বিধি অনুসারে ২০২৩ সালের গাড়িচালক পদের পরীক্ষায় এক ঘণ্টার মোট ৪০ নম্বরের সংক্ষিপ্ত পদ্ধতির লিখিত পরীক্ষা নেওয়া হয়। বাংলায় ১০, ইংরেজিতে ১০, গণিতে ১০ এবং প্রাসঙ্গিক টেকনিক্যাল ও সাধারণ জ্ঞানে ১০ নম্বর বরাদ্দ ছিল। অন্যান্য পদে ১০০ নম্বরের দেড় ঘণ্টার লিখিত পরীক্ষায় বাংলায় ৩০, ইংরেজিতে ৩০, গণিতে ২০ এবং সাধারণ জ্ঞানে ২০ নম্বরের প্রশ্ন ছিল। এবারের পরীক্ষায়ও এই পদ্ধতি অনুযায়ী প্রশ্ন হতে পারে।

আবেদনপ্রক্রিয়া
আবেদন করতে হবে অনলাইনে (http://dgt.teletalk.com.bd)। অনলাইনে আবেদন ফরম পূরণ ও পরীক্ষার ফি জমা দেওয়ার শেষ তারিখ ১৫ ডিসেম্বর ২০২৪ বিকেল ৫টা। নিয়োগ বিজ্ঞপ্তি ও নিয়োগ পরীক্ষার নোটিশ পাওয়া যাবে সরকারি যানবাহন অধিদপ্তরের ওয়েবসাইটে (www.dgt.gov.bd)।

 

এই পদের মূল্যায়ন পদ্ধতি অষ্টম বা সমমানের, তাই এই মান অনুযায়ীই পরীক্ষা হয়। লিখিত পরীক্ষায় প্রশ্নপত্র হয় প্রাথমিক পর্যায় ও অষ্টম শ্রেণির বই থেকেই। বাংলা, ইংরেজির বানান, শব্দ তৈরি, বাক্য তৈরি—এসব বিষয়, গণিতের সহজ হিসাব, লগবুক অনুসারে কিলোমিটারের হিসাব, সাধারণ যোগ-বিয়োগ, গুণ ও ভাগ অধ্যায় এবং প্রাসঙ্গিক টেকনিক্যাল ও সাধারণ জ্ঞানের সমসাময়িক বিষয়ে প্রশ্ন হতে পারে। বাজারে প্রচলিত ড্রাইভার নিয়োগ সহায়িকা সংগ্রহ করতে পারেন। পরীক্ষার প্রস্তুতি নিতে বইগুলোও বেশ উপকারী। 

বিগত বছরের প্রশ্নপত্র পর্যালোচনা করে প্রস্তুতি নিলে প্রার্থীরা পরীক্ষার ধরন ও প্রশ্নের মান সম্পর্কে সার্বিক ধারণা পাবেন। টেকনিক্যাল পদসহ বিভিন্ন পদের পরীক্ষার প্রস্তুতির জন্য বিভিন্ন ওয়েবসাইট ও ইউটিউবে খোঁজ করলেও বাংলায় কনটেন্ট ও টিউটরিয়াল পাবেন।

সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর পদ ১টি; যোগ্যতা স্নাতক বা সমমান, কম্পিউটারে প্রশিক্ষণপ্রাপ্ত, ভালো টাইপিং স্পিড এবং সংশ্লিষ্ট কাজে দক্ষ ও অভিজ্ঞ। মেকানিক (গ্রেড-বি) পদ ১৯টি; সংশ্লিষ্ট টেকনিক্যাল ট্রেডে এইচএসসি বা সমমান পাস এবং ২ বছরের অভিজ্ঞতা।

১৫তম গ্রেডে গাড়িচালক পদ ৩৩৩টি; অষ্টম/জেএসসি বা সমমান। ভারী গাড়ি চালনার বৈধ ড্রাইভিং লাইসেন্সধারী, অভিজ্ঞদের অগ্রাধিকার। ১৬তম গ্রেডে গাড়িচালক পদ ৭৩টি; অষ্টম/জেএসসি বা সমমান পাস। হালকা গাড়ি চালনার বৈধ ড্রাইভিং লাইসেন্সধারী, অভিজ্ঞদের অগ্রাধিকার। অফিস সহকারী-কাম-কম্পিউটার অপারেটর পদ ৪টি; এইচএসসি বা সমমান পাস। ভালো টাইপিং স্পিড ও সংশ্লিষ্ট কাজে দক্ষ ও অভিজ্ঞ।

হিসাব সহকারী পদ ৫টি, টাইমকিপার ১টি, ইনডেক্স সহকারী ২টি, জব সহকারী ১টি, স্টোরম্যান ১টি এবং লেজার সহকারী ৩টি। এসব পদের যোগ্যতা এইচএসসি বা সমমান পাস। স্পিডবোট চালক পদ ১০টি; স্পিডবোট চালনায় ৩ বছরের অভিজ্ঞতা।

মেকানিক (গ্রেড-ডি) পদ ১৬টি; সংশ্লিষ্ট টেকনিক্যাল ট্রেডে এসএসসি বা সমমান পাস এবং ২ বছরের অভিজ্ঞতা। ডেসপাস রাইডার পদ ১১টি; এসএসসি বা সমমান পাস এবং মোটরসাইকেল চালনার বৈধ ড্রাইভিং লাইসেন্স। অফিস সহায়ক পদ ৫টি; এসএসসি বা সমমান পাস। ক্লিনার/হেল্পার পদ ২৯টি; টেকনিক্যাল ট্রেডে এসএসসি বা সমমান পাস। নিরাপত্তা প্রহরী পদ ১৬টি; এসএসসি বা সমমান পাস।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সর্বশেষ নীতিমালা অনুসরণ করে  ২০ নভেম্বর ২০২৪ তারিখ অনুযায়ী প্রার্থীদের বয়সসীমা সর্বোচ্চ থেকে সর্বনিম্ন ৩০ থেকে ১৮ বছর। শুধুমাত্র মুক্তিযোদ্ধা কোটা ও শারীরিক প্রতিবন্ধীদের বেলায় সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর। 

বেতন-ভাতা ও সুবিধাদি
২০১৫ অনুযায়ি, নিয়োগপ্রাপ্তদের জাতীয় বেতন স্কেল ও পদভিত্তিক নির্ধারিত স্কেলে মাসিক বেতন এবং অন্যান্য আর্থিক সুবিধা দেওয়া হবে। এই নিয়োগ বিজ্ঞপ্তির পদভিত্তিক সর্বোচ্চ বেতন ১৪তম গ্রেডে ১০,২০০-২৪,৬৮০ টাকা ও সর্বনিম্ন বেতন স্কেল ২০তম গ্রেডে ৮,২৫০-২০,০১০ টাকা।

আরও পড়ুন