শিরোনাম
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: ১৮:৫৮, ১২ নভেম্বর ২০২৪ | আপডেট: ১৮:৫৯, ১২ নভেম্বর ২০২৪
বিজ্ঞানের আবিষ্কার প্রতিনিয়ত যেমন আমাদের নিত্যদিনের কাজকে সহজ করেছে তেমনি আমাদের সুরক্ষা ও নিরাপত্তাকে ঝুঁকির মধ্যে ফেলেছে। কাজ কিংবা ভ্রমনের জন্য প্রায়শ বিভিন্ন হোটেল বা রিসোর্টে রাত্রি যাপন করতে হয়। বর্তমানে অনেক বিউটি সেলুন, মলের ট্রায়াল রুম ,অথবা হোটেলের কক্ষে চুপিসারে গোপন ক্যামেরা রেখে যে কাউকে অপ্রস্তুত পরস্থিতিতে ফেলতে পারে। বাড়তি সতর্কতার জন্য অবশ্য নিম্নোক্ত বিষয়গুলো খেয়াল রাখতে পারেন ।
(১) অপরিচিত স্থানে দীর্ঘসময় থাকলে প্রথমেই চট করে চারদিক ঘুরে সিলিং ফ্যান, আয়না, ঘড়ি, নাইট লাইট সহ বেডের কর্ণার পরীক্ষা করুন। সন্দেহজনক কিছু পেলে নিশ্চিত হোন ক্যামেরা আছে কিনা।
(২) ঘরের পর্দাগুলো,বাথরুমের হুক, হ্যাঙ্গার ভালো করে খুঁজে দেখেও নিশ্চিত হতে পারেন এতেও ক্যামেরা লুকানো থাকতে পারে।
(৩) প্লে স্টোর থেকে ‘হিডেন ক্যামেরা ডিটেক্টর অ্যাপ’নামিয়ে নিতে পারেন। সেখানে দেওয়া নিয়মাবলী অনুসরন করে লুকানো ক্যামেরা খুঁজে বের করা যায়।
(৪) ঘরের সব আলো নিভিয়ে দিয়ে খেয়াল করুন। কিছু কিছু গোপন ক্যামেরায় ছোট এলইডি লাইট থাকে। মিটমিট জ্বললে বুঝবেন লুকানো আছে গোপন ক্যামেরা।