শিরোনাম
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: ২০:১৬, ১৯ নভেম্বর ২০২৪
শীত আসলেই চুল হয় নিষ্প্রান। চুলের সুস্থতা রক্ষায় ও যত্নে ঘৃতকুমারী,মেথি, আমলকী সহ নানা ভেষজ উপাদানে ব্যবহারে চুল হবে উজ্জ্বল ও প্রাণবন্ত।
আমলকি ও মেথি
‘ভিটামিন সি’র গুনে পরিপূর্ণ আমলকির চুল পাকা,চুল পড়া প্রতিরোধে বেশ কার্যকরী। এটি রোদে শুকিয়ে গুঁড়ো করে নোরিকেল তেলের সাথে ফুটিয়ে কুসুম গরম অবস্থায় চুলে লাগালে উপকার পাওয়া যাবে। প্রতিদিন ৪ টি আমলকির রস থেঁতো করে এক মাস এর রস খেলে ম্যাজিকের মত বন্ধ হবে চুলপড়া। মেথি চুল সিল্কি করে , তেলের সাথে মেথি মিশিয়ে দীর্ঘক্ষন রাখলে সুন্দর সুগন্ধ বের হয়।
মেহেদী
মেহেদী পাতা চুলের জন্য বেশ উপকারী। ভেষজ এই উপাদান চুল রং করতে, চুলের গোড়া মজবুত করতে সাহায্য করে। চুলের আগা ফাটা রোধ করে।
ঘৃতকুমারী
চুলকে ঝরঝরে করতে ঘৃতকুমারী অনন্য। এটির জেল অংশটুকু চুল নিয়মিত দীঘল, ঘন,কালো।
কাঠবাদাম
ভিটামিন ই তে পরিপূর্ণ বাদাম চুলের পুষ্টি যোগায়। মাথার ত্বকের রক্ত সঞ্চালন বাড়ায়। চুলের ডগা ফাটা রোধ করে।
জবা
চুল কুচকুচে কালো করতে চান তাহলে ব্যবহার করুন জবা ফুল। তেলে ফুটিয়ে নিয়ে ব্যবহার করলে চুল হবে কুচকুচে কালো।