শিরোনাম
তথ্য-প্রযুক্তি ডেস্ক
প্রকাশ: ১৯:১২, ২৩ নভেম্বর ২০২৪
রয়েল এনফিল্ড ২০২৬-২৭ সালের মধ্যে বাজারে আনছে প্রথম ৭৫০ সিসির মোটরসাইকেল। নতুন ক্যাফে রেসার বাইকটি কোম্পানির ইন্টারসেপ্টার ৬৫০ প্ল্যাটফর্মের ওপর ভিত্তি করে তৈরি করা হচ্ছে। কোডনেম ‘R2G’ তবে বাজারে এটি ‘ববার’নামেও আসতে পারে। শেষ পর্যন্ত ৬৫০ সিসির বাইক বিক্রির রেকর্ড রয়েছে প্রতিষ্ঠানটির।
পরীক্ষা-নিরীক্ষার পর সম্ভবত ইন্টারসেপ্টার ৭৫০ মডেলের সঙ্গেই বাইকটি লঞ্চ করার পরিকল্পনা রয়েছে রয়েল এনফিল্ডের। রয়্যাল এনফিল্ড ইন্টারসেপ্টার, কন্টিনেন্টাল জিটি, বুলেট, ক্লাসিকসহ ৩৫০ সিসি কিংবা ৬৫০ সিসির বাইকগুলো বেশ জনপ্রিয়।নতুন বাইকটি একটি বর্লি, মনজা-স্টাইলের সামনের ফেয়ারিং দিয়ে সজ্জিত অবস্থায় দেখা মিসেছে। এটি বাইকটির জ্বালানি ট্যাঙ্কের অর্ধেক অংশ পর্যন্ত বিস্তৃত। এতে উপস্থিত ক্লিপ-অন হ্যান্ডেলবার এবং পেছনের দিকের ফুটপেগ বাইকটির আর্গোনমিক্সও স্পোর্টি লুক দিয়েছে।
হার্ডওয়্যারে নতুন সংযোজন ডুয়েল ডিস্ক ব্রেকের সংযোজন যেটি সর্বোচ্চব্রেকিং ক্ষমতা প্রদান করবে। সাসপেনশন সেটআপ হিসাবে রয়েছে প্রথাগত টেলিস্কোপিক ফর্ক। আশা করা হচ্ছে ইউএসডি ফর্ক এর হায়ার মডেলের জন্য সংরক্ষিত থাকবে। ইঞ্জিনের নতুন মোটরটি বিদ্যমান ৬৪৮ সিসি টুইন-সিলিন্ডার ইঞ্জিনের তুলনায় ৫-৭ বিএইচপি বেশি ক্ষমতা উৎপন্ন করবে বলে আশা করা হচ্ছে। বর্তমান মডেলটি থেকে পাওয়া যায় ৪৭ বিএইচপি শক্তি এবং ৫২ এনএম টর্ক।
সিট এবং জ্বালানি ট্যাঙ্কও ৭৫০ সিসি ইন্টারসেপ্টর থেকে ভিন্নভাবে ডিজাইন করা হয়েছে। পরীক্ষামূলক বাইকের আরেকটি আকর্ষণীয় দিক হলো সিটের নিচে একটি গোলাকার প্যানেল ব্যবহার করা হয়েছে।
এদিকে, সম্প্রতি রয়েল এনফিল্ড ইলেকট্রিক বাইক বাজারজাত করার ঘোষণা দিয়েছে। ক্যাফে রেসার স্টাইলে ডিজাইন করা বাইকটি স্পোর্টি লুক এবং উন্নত পারফরম্যান্সের মাধ্যমে বাজারে শীর্ষস্থান দখলের চেষ্টা করেছে সংস্থাটি।