ঢাকা, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫

২৯ ফাল্গুন ১৪৩১, ১৩ রমজান ১৪৪৬

শীতে আকষর্ণীয় ঠোঁটের খোঁজে

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ১৭:৪৯, ২৪ নভেম্বর ২০২৪ | আপডেট: ১৯:০৪, ২৪ নভেম্বর ২০২৪

শীতে আকষর্ণীয় ঠোঁটের খোঁজে

শীতকাল মানেই ত্বকের বাড়তি যত্ন। পা থেকে মাথা পর্যন্ত প্রতিটি অঙ্গপ্রত্যঙ্গের যত্ন নিলে ত্বক শুষ্ক আর রুক্ষ হবে না। শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ হিসেবে ঠোঁট বেশ আকষর্ণীয়। আকষর্ণীয় ঠোঁটে সুন্দর হাসি কার না পছন্দ। চলুন জেনে নেই ঘরোয়া উপকরণের সাহায্যে ঠোঁটের যত্ন কিভাবে নেওয়া যায়। 

(১) ঠোঁটের যত্নে লেবু মধুর মিশ্রন বেশ কার্যকরী। লেবুর এসিড ঠোঁটের কালচে ভাব দূর করে, মরা চামড়া সরিয়ে কালোদাগ মুক্ত করে। মধু প্রাকৃতিক ময়েশ্চরাইজার হিসেবে বেশ কার্যকরী। সমপরিমান লেবু আর মধু ঠোঁটে লাগিয়ে হালকা মাসাজ করে পুরো রাত রেখে সকালে তুলতে হবে।

(২) লেবুর রস ও চিনি হালকা হাতে ঘষে ঠোঁটে লাগিয়ে পাঁচ মিনিট আলতো করে মাসাজ করলে ঠোঁট ফাঁটা দূর করে।

(৩) অ্যালোভেরা জেল একটু শসার রস, একটি ভিটামিন- ই ক্যাপসুল মিশিয়ে ঠোঁটে কিছুক্ষন রেখে কুসুম গরম পানি দিয়ে ধুলে ঠোঁট হবে মর্সৃণ।

(৪) অল্প কাঁচা দুধ,চালের গুঁড়া মিশালে ভাল স্ক্রাবারের কাজ করে। নরম, কোমল ঠোঁট পেতে সপ্তাহে তিনদিন ব্যবহার করতে হবে ম্যাজিক প্যাকটি।

(৫) আজকাল বাজারে বিভিন্ন ফ্লেভারের লিপবাম কিনতে পাওয়া যায়। সাধ্যের মধ্যেও বাজারে ভালো মানের দেশী ব্র্র্যান্ডের লিপবাম বা ভেসলিন কিনতে পাওয়া যায়। সেগুলোও ঠোঁটের জন্য বেশ কার্যকরী। 

আরও পড়ুন