শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৬:৪৮, ৪ জানুয়ারি ২০২৫ | আপডেট: ২০:৫৫, ৪ জানুয়ারি ২০২৫
ইসরায়েলের কাছে ৮০০ কোটি ডলারের অস্ত্র বিক্রির পরিকল্পনা করেছে যুক্তরাষ্ট্র। জো বাইডেন প্রশাসন অনানুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের কংগ্রেসকে বিষয়টি জানিয়েছে। তবে ইসরায়েলের কাছে এসব অস্ত্র বিক্রি করতে হলে আগে বাইডেন প্রশাসনের এই প্রস্তাব যুক্তরাষ্ট্রের কংগ্রেসের উভয় কক্ষের অনুমোদন পেতে হবে।
দুটি সূত্রের বরাত দিয়ে গতকাল (৩ জানুয়ারি) মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস এ খবর প্রকাশ করেছে। খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র যেসব অস্ত্র বিক্রির পরিকল্পনা করেছে, তার মধ্যে যুদ্ধবিমান এবং শত্রুকে আক্রমণ করতে ব্যবহৃত হেলিকপ্টারের সামরিক রসদ রয়েছে। এ ছাড়া ক্ষেপণাস্ত্র তালিকায় রয়েছে ছোট ডায়ামিটার বোমা এবং ওয়্যারহেড রয়েছে বলেও অ্যাক্সিওসের খবরে জানানো হয়।
যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা অ্যাক্সিওসকে বলেন, ‘প্রেসিডেন্ট (বাইডেন) পরিষ্কার করে বলেছেন, আন্তর্জাতিক আইন ও আন্তর্জাতিক মানবাধিকার আইন অনুযায়ী ইসরায়েলের নিজেদের নাগরিকদের সুরক্ষা দেওয়ার এবং ইরান ও তাদের ছায়া সংগঠনগুলোর আগ্রাসন প্রতিহত করার অধিকার রয়েছে।’
আর কয়েক দিনের মধ্যেই জো বাইডেনের মেয়াদ শেষ হচ্ছে। আগামী ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। এর আগে ট্রাম্প বলেছিলেন, তিনি ক্ষমতায় গেলে গাজা যুদ্ধ বন্ধের উদ্যোগ নেবেন।
২০২৩ সালের ৭ অক্টোবর গাজার সশস্ত্র সংগঠন হামাস ইসরায়েলে হামলা করে। ওই দিন থেকেই গাজায় পাল্টা আক্রমণ শুরু করে ইসরায়েল। ১৫ মাস ধরে এই যুদ্ধ চলছে। গাজায় একটি যুদ্ধবিরতি চুক্তির জন্য বিভিন্ন সময় উদ্যোগ নেওয়া হলেও এখন পর্যন্ত কোনো চুক্তি হয়নি।