ঢাকা, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫

২৯ ফাল্গুন ১৪৩১, ১৩ রমজান ১৪৪৬

তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে নিহত ৫৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১২:১৬, ৭ জানুয়ারি ২০২৫ | আপডেট: ১২:২০, ৭ জানুয়ারি ২০২৫

তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে নিহত ৫৩

চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে কমপক্ষে ৫৩ জন নিহত হয়েছে এবং আহত হয়েছে আরও ৩৮ জন। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ১। স্থানীয় সময় মঙ্গলবার সকালে ভূমিকম্পটি আঘাত হানে। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় সকাল ৯টা ৫মিনিটে ভূমি থেকে ১০ কিলোমিটার গভীরে এই কম্পনের উৎপত্তি। প্রাথমিকভাবে কম্পনের মাত্রা ৬ দশমিক ৯ বলেছিল কর্তৃপক্ষ। ইন্টারনেটে ছড়িয়ে পড়া কিছু ভিডিওতে ভূমিকম্পের পরবর্তী অবস্থা দেখা গেছে। এক ভিডিওতে দেখা যায়, লাহাৎসে শহরের বেশকিছু দোকানের সামনের অংশ গুঁড়িয়ে গেছে।  

আশেপাশের বাড়িঘর, রাস্তা ইত্যাদি থেকে ভিডিওতে দাবি করা এলাকার সত্যতা যাচাই করতে সক্ষম হয়েছে রয়টার্স। তবে দিন তারিখ এখনও যাচাই করা সম্ভব হয়নি। ভূমিকম্পের আঘাতে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে, এতে ব্যাপক ক্ষতি হতে পারে। উৎপত্তিস্থল থেকে প্রায় ৪০০ কিলোমিটার দূরে অবস্থিত নেপালের রাজধানী কাঠমাণ্ডুতেও ভূকম্পনের আঘাত অনুভূত হয়েছে। সেখানেও আতঙ্কিত মানুষ ঘড়বাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসে।  

এছাড়া, ভারতের উত্তরাঞ্চলীয় প্রদেশ বিহারেও এই কম্পন টের পাওয়া গেছে। সেখানে এখন পর্যন্ত অবশ্য হতাহত বা ভবনের ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। মারাত্মক ক্ষয়ক্ষতি সাধনে সক্ষম হওয়ায় ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পকে সাধারণত শক্তিশালী বলে বিবেচনা করা হয়। 

চীনের দক্ষিণাঞ্চলীয় এলাকায় প্রায়ই ভূমিকম্প অনুভূত হয়। ২০০৮ সালে দেশটির সিচুয়ান অঙ্গরাজ্যে শক্তিশালী ভূমিকম্পের আঘাতে প্রায় ৭০ হাজার মানুষের প্রাণহানি হয়েছিল। 

চীনা সংবাদমাধ্যম সিসিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, গত পাঁচ বছরে শিগাৎসে শহরের ২০০ কিলোমিটারের মধ্যে তিন বা তার থেকে বেশি মাত্রার প্রায় ২৯টি ভূমিকম্প অনুভূত হয়েছে। 

আরও পড়ুন