শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৯:১২, ২৩ জানুয়ারি ২০২৫ | আপডেট: ১৯:২৬, ২৭ জানুয়ারি ২০২৫
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে উদ্দেশ্য করে বলেছেন, ‘এখনই যুদ্ধ বন্ধ করে মীমাংসায় আসো। পরিস্থিতি কেবলই খারাপের দিকেই যাচ্ছে।’ নিজের সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে শেয়ার করা এক পোস্টে ট্রাম্প এই কথা বলেন।
রাশিয়ার প্রেসিডেন্ট যদি ইউক্রেন যুদ্ধ বন্ধ না করেন, তাহলে তাঁর দেশের ওপর উচ্চ শুল্ক আরোপ এবং আরও নিষেধাজ্ঞা আরোপ করা হবে বলে কিছুদিন আগেই জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি বলেছেন, ইউক্রেন যুদ্ধ বন্ধে চাপ প্রয়োগ করে তিনি রাশিয়ার প্রেসিডেন্টকে বড় উপকার করছেন বলে জানান।
এর আগে, ট্রাম্প বলেছিলেন, তিনি ক্ষমতায় আসার পর ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে শুরু হওয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে আলোচনা শুরু করবেন। রাশিয়ার কর্মকর্তারা ট্রাম্পের আহ্বানের বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেননি। তবে জানিয়েছেন, মার্কিন প্রশাসনের সঙ্গে যুদ্ধবিরতি আলোচনা করার সুযোগ এখনো আছে।
গত মঙ্গলবার ট্রাম্প এক সংবাদ সম্মেলনে বলেন, তিনি শিগগির পুতিনের সঙ্গে কথা বলবেন। একই সঙ্গে তিনি হুমকি দিয়ে বলেছেন, রাশিয়া আলোচনার টেবিলে না আসলে তিনি দেশটির ওপর আরও কড়া নিষেধাজ্ঞা আরোপ করবেন। তবে তাঁর সর্বশেষ পোস্টে ট্রাম্প বলেছেন, ‘রাশিয়ার অর্থনীতি ব্যর্থ হতে যাচ্ছে। এই অবস্থা যুদ্ধবিরতির উদ্যোগ নিয়ে আমি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন এবং তাঁর দেশের প্রতি বড় ধরনের অনুগ্রহই করতে যাচ্ছি।’
পুতিনের উদ্দেশে ট্রাম্প আরও বলেন, ‘এখনই মীমাংসা কর এবং এই হাস্যকর যুদ্ধ বন্ধ কর। এটি কেবলই খারাপের দিকেই যাচ্ছে। যদি শিগগির আমরা একটি চুক্তি না করতে পারি, তাহলে আমাদের উচ্চ শুল্ক, কর এবং নিষেধাজ্ঞা আরোপ ছাড়া আর কোনো পথ থাকবে না। সে ক্ষেত্রে যুক্তরাষ্ট্র এবং অন্যান্য দেশগুলোতে রাশিয়ার পণ্য বিক্রি বন্ধ হয়ে যেতে পারে।’
একই পোস্টে ডোনাল্ড ট্রাম্প আরও বলেন, ‘আমি যদি (যুক্তরাষ্ট্রের) প্রেসিডেন্ট থাকতাম তাহলে এই যুদ্ধ শুরুই হতে পারত না। তাই চল, এই যুদ্ধ শেষ করি। আমরা এটা সহজভাবে শেষ করতে পারি। তবে সহজ পথ বেছে নেওয়াটাই সব সময় ভালো। এখনই একটি চুক্তি করার ভালো সময়।’