শিরোনাম
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ১৩:২০, ২৮ ডিসেম্বর ২০২৪ | আপডেট: ১৩:৪৫, ২৮ ডিসেম্বর ২০২৪
ইরানের জাতীয় দলের খেলোয়ার রামিন রেজাইয়ান
পছন্দের খেলোয়ারের প্রতি ভক্তদের ভালোবাসা, উচ্ছাস ও অনুভূতি প্রকাশের যেন কোন সীমা পরিসীমা নেই। সে কারণেই খেলোয়াররাও তাদের ভালোবাসার প্রকাশভঙ্গিকে সম্মান জানান। তবে এবার ইরানে এক নারী ভক্তকে আলিঙ্গন করে রীতিমত বিপদে পড়েছেন দেশটির জাতীয় দলের খেলোয়ার রামিন রেজাইয়ানক। রীতিমত তাকে তলব করেছে দেশটির ফুটবল ফেডারেশনের নৈতিকতা কমিটি। এ বিষয়ে তাকে উপযুক্ত ব্যাখ্যা প্রদান করতে বলা হয়েছে। তবে রেজাইয়ানকে তলব করার ঘটনায় ইরানের ফুটবল ফেডারেশন এখন পর্যন্ত মন্তব্য করতে রাজি হয়নি।
ঘরোয়া লীগের একটি ম্যাচ শুরুর আগে শুক্রবার(২৭ ডিসেম্বর) রামিন রেজাইয়ান নামের ওই খেলোয়াড় এক নারী ভক্তকে আলিঙ্গন করেছিলেন। ৩৪ বছর বয়সী রেজাইয়ান ইরানের হয়ে এরই মধ্যে ৬০টির বেশি ম্যাচ খেলেছেন। এই ইরানি ডিফেন্ডার কাতার ও বেলজিয়ামের ফুটবল ক্লাবেও খেলেছেন।
শুক্রবার (২৭ ডিসেম্বর) ইরানের স্থানীয় সংবাদ সংস্থা তাসনিমের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের ফুটবল ফেডারেশনের নৈতিকতা কমিটি রামিন রেজাইয়ানকে তলব করেছে। ইরানের জাতীয় ফুটবল দলের খেলোয়াড় রেজাইয়ান দেশটির তেহরানের ইস্তেগলাল ক্লাবে খেলেন। গতকাল দেশটির মধ্য ইয়াজদ প্রদেশের চাদোরমালু ক্লাবের বিরুদ্ধে তাঁর ক্লাবের খেলা ছিল। খেলা শুরুর আগে তিনি এক নারী ভক্তকে আলিঙ্গন করেছিলেন।
ইরানে ইসলামি শরীয়া আইন অনুযায়ী, ঘনিষ্ঠ আত্মীয় না হলে নারী-পুরুষের মধ্যে শারীরিক সংস্পর্শে আসা নিষিদ্ধ। ১৯৭৯ সালে ইসলামি বিপ্লবের পর থেকে ইরানে নারীদের ফুটবল খেলার মাঠে যাওয়া সাধারণভাবে নিষিদ্ধ করা হয়। কিন্তু ২০২২ সালের আগস্টে চ্যাম্পিয়নশিপ ম্যাচ চলাকালে নারীদের ফুটবল মাঠে খেলা দেখতে যাওয়ার অনুমতি দেওয়া হয়। ৪০ বছরের বেশি সময়ের মধ্যে দেশটিতে এ ধরনের ঘটনা এটাই প্রথম।