ঢাকা, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫

২৯ ফাল্গুন ১৪৩১, ১৩ রমজান ১৪৪৬

পরলোক গমণ করলেন বিএসজেএর প্রথম সেক্রেটারি

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ১৫:৩৮, ৩১ ডিসেম্বর ২০২৪ | আপডেট: ১৬:০৭, ৩১ ডিসেম্বর ২০২৪

পরলোক গমণ করলেন বিএসজেএর প্রথম সেক্রেটারি

বিএসজের প্রতিষ্ঠাতা ও পেশাদার ক্রীড়া সাংবাদিক

পেশাদার ক্রীড়া সাংবাদিকদের নিয়ে গঠিত সংগঠন, বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস এসোসিয়েশন বা বিএসজেএর প্রতিষ্ঠাতা ও এর সাধারণ সম্পাদক ছিলেন বুদ্ধদেব মুখার্জি। যিনি ক্রীড়া ও সাংবাদিক অঙ্গনে পরিচিত বিডি মুখার্জি হিসেবে। সবাইকে শোকের সাগরে ভাসিয়ে সকলের প্রিয় বিডি দা আজ (৩১ ডিসেম্বর) সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। 

বেশ কয়েক মাস ধরেই বার্ধক্যজনিত জটিলতায় ভুগে অসুস্থ ছিলেন বিডি মুখার্জি। বাধ্য হয়ে জাতীয় প্রেস ক্লাব কিংবা বিএসজেএতে তার সীমিত পরিসরে আনাগোনা করতে হয়েছিল। বার্ধক্য ও নানা রোগে ভুগে আজ সকালে চিরবিদায় নিয়েছেন এই চিরকুমার। ঢাকায় সবুজবাগস্থ শ্মশানে তার দাহ হবে।  

গুনী এই ক্রীড়া সাংবাদিকের হাত ধরে ১৯৭৭ সালে যাত্রা শুরু করে বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস এসোসিয়েশন সংগঠনটি। সত্তর-আশির দশকে ইংরেজি দৈনিক অবজারভারে ক্রীড়া সাংবাদিকতা করেছেন। নব্বইয়ের দশকের পর সাংবাদিকতায় সক্রিয় ছিলেন না তেমন। পরবর্তীতে পারিবারিক ব্যবসার হার ধরেন। বিডি মুখার্জির মৃত্যুতে জাতীয় প্রেস ক্লাব ও বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস এসোসিয়েশন শোক প্রকাশ করেছে। এছাড়াও সিনিয়র সাংবাদিক এবং ক্রীড়া সাংবাদিকরা ব্যক্তিগতভাবেও শোক জানিয়েছেন। 

আরও পড়ুন