ঢাকা, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫

২৯ ফাল্গুন ১৪৩১, ১৩ রমজান ১৪৪৬

ভারতীয় ক্রিকেট দলের ড্রেসিংরুমে অশান্তির গুঞ্জন 

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ১৭:৫৬, ১ জানুয়ারি ২০২৫ | আপডেট: ১৮:০১, ১ জানুয়ারি ২০২৫

ভারতীয় ক্রিকেট দলের ড্রেসিংরুমে অশান্তির গুঞ্জন 

অস্ট্রেলিয়ার কাছে চতুর্থ টেস্টে হারের পর ভারতীয় দলের ড্রেসিংরুমে শুরু হয়েছে অশান্তি। কোচ গৌতম গম্ভীর দুষছেন ক্রিকেটারদের। অন্যদিকে ক্রিকেটারেরা দুষছেন অধিনায়ক রোহিত শর্মাকে। এমনই খবর প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস। 

মেলবোর্ন টেস্টে মাত্র ২০.৪ ওভারের মধ্যে শেষ ৭ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ার হাতে ম্যাচ তুলে দেয় ভারত। একপর্যায়ে ম্যাচ বাঁচানোর আশা থাকলেও তা পারেননি ভারতীয় ব্যাটাররা। দলের এমন হার নিয়েই ক্ষুব্ধ কোচ গৌতম গম্ভীর। 
২০২৪ সালের ৯ জুলাই ভারতীয় দলের দায়িত্ব নেন গম্ভীর। গুঞ্জন আছে, বিগত ৬ মাস ধরে ক্রিকেটারদেরকে নিজেদের ইচ্ছেমত খেলতে দিতেন গম্ভীর। কিন্তু এখন থেকে খেলোয়াড়দের স্বাধীনতা কমছে। তিনি ঠিক করে দেবেন, দল কীভাবে খেলবে। এই সিদ্ধান্ত কোনও ক্রিকেটারের মানতে অসুবিধা হলে, তাকে দল থেকে বাদ দেয়ার কড়া বার্তাও দিয়ে রেখেছেন ভারতীয় কোচ। 

এদিকে, ক্রিকেটারদের একাংশের ক্ষোভ আবার রোহিতকে নিয়ে। অন্তত দুজন ক্রিকেটার রোহিতকে সরিয়ে অধিনায়ক হওয়ার জন্য আগ্রহী বলে জানা যাচ্ছে। আবার সর্বশেষ গুঞ্জন বলছে, সিডনি টেস্টের পর অবসরে যাবেন রোহিত শর্মাও!
 

আরও পড়ুন